মেডিক্যালে 'ওষুধ চুরি' কাণ্ডে অভিযুক্ত চিকিৎসকের পর এবার বদলি সিস্টারকেও

টোসিলিজুম্যাব চুরির ঘটনার জেরে গত ১২ জুন বদলি করা হয়েছে অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে

Updated By: Jun 14, 2021, 09:38 PM IST
মেডিক্যালে 'ওষুধ চুরি' কাণ্ডে অভিযুক্ত চিকিৎসকের পর এবার বদলি সিস্টারকেও

নিজস্ব প্রতিবেদন: কলকাতা মেডিক্যাল কলেজের জীবনদায়ী ওষুধ চুরি কাণ্ডে কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। অভিযুক্ত সিস্টার সুনীতা ভৌমিককে বদলি করা হল কোচবিহারের মাথাভাঙা হাসপাতালে। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-তৃতীয় লিঙ্গ বলে হল না করোনা পরীক্ষা, শহরের বুকে 'অমানবিকতা'র শিকার মানবী  

উল্লেখ্য, করোনা চিকিত্সার গুরুত্বপূর্ণ ওষুধ টোসিলিজুম্যাব চুরির ঘটনার জেরে গত ১২ জুন বদলি করা হয়েছে অভিযুক্ত চিকিত্সক দেবাংশী সাহাকে। তাঁকে পাঠানো হয়েছে শীতলকুচির(Shitalkuchi) জাঁতামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে মেডিক্যাল অফিসার ছিলেন তিনি।

আরও পড়ুন- COVID-19: চ্যারিটি ম্যাচে চুরি করে Anand কে হারিয়েছেন তিনি! প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন Kamath 

প্রসঙ্গত, কলকাতা মেডিকেল কলেজ থেকে টোসিলিজুম্যাব (Tocilizumab)  ইঞ্জেকশনের ২৬টি ভায়াল চুরি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে হাসপাতালেরই এক চিকিৎসক প্রভাব খাটিয়ে কর্তব্যরত এক নার্সের কাছ থেকে ওই ইঞ্জেকশন হাতিয়েছেন। এই ওষুধের এক-একটি ভায়ালের দাম প্রায় ৫০ হাজার।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.