কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট, ক্ষমা চাইলেন উপাচার্য

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সেকেন্ড সেমেস্টারের পরীক্ষায় প্রথমার্ধে দেওয়া হল দ্বিতীয়ার্ধের প্রশ্নপত্র। অচলাবস্থা সামালাতে পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন উপাচার্য। তাতেই ক্ষোভ কমল ছাত্রছাত্রীদের। উপাচার্যের পরামর্শ মত দ্বিতীয়ার্ধের পরীক্ষাই প্রথমার্ধে দেন তাঁরা।

Updated By: Oct 28, 2014, 09:40 PM IST

ওয়েব ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সেকেন্ড সেমেস্টারের পরীক্ষায় প্রথমার্ধে দেওয়া হল দ্বিতীয়ার্ধের প্রশ্নপত্র। অচলাবস্থা সামালাতে পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন উপাচার্য। তাতেই ক্ষোভ কমল ছাত্রছাত্রীদের। উপাচার্যের পরামর্শ মত দ্বিতীয়ার্ধের পরীক্ষাই প্রথমার্ধে দেন তাঁরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিস ডাকার ঘটনায় ক্ষমা না চাওয়ায় উপাচার্যের পদত্যাগের দাবি উঠেছে। সিদ্ধান্তে অনড় থাকায় দেড় মাস পরও কাটেনি অচলাবস্থা। এই পরিস্থিতিতে নজির গড়লেন কলকাতা বিশ্ববিদ্যায়ের উপাচার্য সুরঞ্জন দাস। মঙ্গলবার বাংলা পরীক্ষার দ্বিতীয়ার্ধের প্রশ্নপত্র প্রথমার্ধে দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন উপাচার্য। আর এরপরই নির্বিঘ্নে পরীক্ষা দেন ছাত্রছাত্রীরাও।

খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভুল স্বীকার করছেন। ছাত্রছাত্রীদের অনেকের কাছে এটাই ছিল বিক্ষোভ প্রশমণের বড় কারণ।

.