সারা দেশের সঙ্গে কলকাতায়ও শুরু মোদীর চায়ে পে চর্চা

দেশের ৩০০ শহরের ১ হাজারটি জায়গায় "চায়ে পে চর্চা` আসর বসল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমআদমির নানা প্রশ্নের জবাব দিলেন নরেন্দ্র মোদী । চায়ে চুমুক দিতে দিতেই বিঁধলেন ইউপিএ সরকারকে। চায়ে পে চর্চায় ছিল কলকাতাও। নজরকাড়া এই প্রচারকে অবশ্য আমল দিতে রাজি নন লালুপ্রসাদ যাদব। মোদীকে খুনের সওদাগর বলে আক্রমণ শানালেন আরজেডি সুপ্রিমো।

Updated By: Feb 12, 2014, 10:21 PM IST

দেশের ৩০০ শহরের ১ হাজারটি জায়গায় "চায়ে পে চর্চা` আসর বসল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমআদমির নানা প্রশ্নের জবাব দিলেন নরেন্দ্র মোদী । চায়ে চুমুক দিতে দিতেই বিঁধলেন ইউপিএ সরকারকে। চায়ে পে চর্চায় ছিল কলকাতাও। নজরকাড়া এই প্রচারকে অবশ্য আমল দিতে রাজি নন লালুপ্রসাদ যাদব। মোদীকে খুনের সওদাগর বলে আক্রমণ শানালেন আরজেডি সুপ্রিমো।

চায়ে চুমুকু দিতে দিতেই পুরনো জীবনে ফিরে গেলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আহমেদাবাদে বসেই বিঁধলেন ইউপিএ সরকারকে। মোদির হাইটেক প্রচারকে আমল দিতে নারাজ কংগ্রেস নেতৃত্বও। কলেজস্ট্রিটে বিজেপির রাজ্য সদর দফতরের সামনেই অশোক টি স্টলে ভিড় জমিয়েছেন চা বিক্রেতা থেকে পথ চলতি মানুষ।

কলকাতার আটটি ও রাজ্যের পঁচিশটি জায়গায় টানা কয়েকদিন চলবে মোদির এই অভিনব প্রচার।

.