মালবিকা সরকারের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দিলেন রাজ্যপাল

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকারের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। তবে রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী উপাচার্যের কার্যকালের মেয়াদ বৃদ্ধি হচ্ছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে মালবিকা সরকারের কার্যকালের মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য রাজ্যপালকে সুপারিশ করে সরকার। কিন্তু রাজ্যপাল জানিয়ে দিয়েছেন, মেয়াদ তিন মাসই তিনি বাড়াতে চাইছেন।

Updated By: Feb 12, 2014, 06:32 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকারের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। তবে রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী উপাচার্যের কার্যকালের মেয়াদ বৃদ্ধি হচ্ছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে মালবিকা সরকারের কার্যকালের মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য রাজ্যপালকে সুপারিশ করে সরকার। কিন্তু রাজ্যপাল জানিয়ে দিয়েছেন, মেয়াদ তিন মাসই তিনি বাড়াতে চাইছেন।

সে ক্ষেত্রে উপাচার্য খোঁজার জন্য যে সার্চ কমিটি তৈরি করা হয়েছে, সেই সার্চ কমিটিকে তিন মাসের মধ্যেই তাঁদের প্রস্তাব জমা দিতে হবে। বর্তমান উপাচার্য মালবিকা সরকারের মেয়াদ শেষ হচ্ছিল চোদ্দই ফেব্রুয়ারি।

.