মমতার মানভঞ্জনে মহাকরণে সিব্বল-বালু

রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন পেতে শেষ লগ্নে জোরদার তত্পরতা কংগ্রেস শিবিরে। এবার সোনিয়া গান্ধীর নির্দেশে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে কলকাতায় এলেন কপিল সিব্বল। সঙ্গে, জোট শরিক ডিএমকে নেতা টি আর বালু। কংগ্রেস সূত্রে খবর, তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলতে পারেন পি চিদাম্বরমও।

Updated By: Jul 5, 2012, 09:26 AM IST

রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন পেতে শেষ লগ্নে জোরদার তত্পরতা কংগ্রেস শিবিরে। এতদিন পর্যন্ত সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কংগ্রেস নেতাদের অনুরোধের পর্ব চলছিল। এবার সোনিয়া গান্ধীর নির্দেশে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে কলকাতায় এলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও টেলিকমমন্ত্রী কপিল সিব্বল। সঙ্গে, জোট শরিক ডিএমকে'র সংসসীয় নেতা টি আর বালু। এদিন বেলা ১২টা নাগাদ দমদম বিমানবন্দরে নেমে কপিল সিব্বল ও বালু মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করতে যান। তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলতে পারেন পি চিদাম্বরমও। আলোচ্য বিষয় একটাই, প্রণববাবুকে সমর্থনের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করানো।
যদি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সমর্থনের সামান্য কোনও ইঙ্গিত মেলে তাহলে প্রণব মুখোপাধ্যায় আগামী ৮ জুলাই রাতে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের দু'-তিন দিন আগে এ ব্যাপারে দলীয় অবস্থান চূড়ান্ত করবেন তিনি। কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, বিজেপির প্রার্থী সাংমাকে ভোট দেওয়া সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। সেক্ষেত্রে ভোট দিতে হলে প্রণববাবু ছাড়া তৃণমূলের সামনে আর কোনও বিকল্প নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে স্বতঃপ্রণোদিত হয়ে সেই সিদ্ধান্ত ঘোষণা করা কঠিন। তাই তাঁকে অনুরোধ করলে বরফ গলতে পারে, এমনটাই মনে করছেন কংগ্রেস নেতারা। সিব্বল, বালু  ছাড়াও আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও।

.