সরকারি নির্দেশিকা ঘিরে প্রশ্ন

ধর্মঘটের দিন গরহাজির সরকারি কর্মীদের শোকজ করা হবে। আজ অর্থ দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যানবাহন না পেয়ে অফিসে আসতে পারেননি, এমন অজুহাত কর্মীরা দেখালে তা গ্রাহ্য হবে না।

Updated By: Mar 7, 2012, 10:13 PM IST

ধর্মঘটের দিন গরহাজির সরকারি কর্মীদের শোকজ করা হবে। আজ অর্থ দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যানবাহন না পেয়ে অফিসে আসতে পারেননি, এমন অজুহাত কর্মীরা দেখালে তা গ্রাহ্য হবে না। নির্দেশিকায় বলা হয়েছে, যেহেতু সেদিন যান চলাচল স্বাভাবিক ছিল, তাই এমন অজুহাত গ্রাহ্য হবে না। এই নির্দেশিকার এই দাবি ঘিরেই কর্মীমহলে শুরু হয়েছে বিতর্ক। কর্মীদের অনেকেরই বক্তব্য, সরকারের তরফে ধর্মঘটের দিন পরিবহণ সচল রাখার দাবি করা হলেও বাস্তবে তা ছিল না। বেলার দিকে বহু জায়গাতেই যানবাহন কমে যায়। কর্মীদের প্রশ্ন, যান চলাচল স্বাভাবিক না-থাকা সত্ত্বেও সরকার কী করে হাজিরার দায় কর্মীদের ঘাড়ে চাপাচ্ছে।

.