লেবু জল খেয়ে ২১ দিন অনশন করিনি, ঠিকঠাক অনশন করলে শরীরের অনেক অংশ নষ্ট হয়: মমতা

সোমবার সন্ধেয় TMCP-র ধর্নামঞ্চ থেকে ফের বাম-বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Jan 14, 2020, 12:02 AM IST
লেবু জল খেয়ে ২১ দিন অনশন করিনি, ঠিকঠাক অনশন করলে শরীরের অনেক অংশ নষ্ট হয়: মমতা

নিজস্ব প্রতিবেদন: প্রথম থেকে নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতা করে এসেছে তৃণমূলই। রাজ্যের বাকিরা স্রেফ চিপ পাবলিসিটি করছে। রানি রাসমণিতে TMCP-র ধর্নামঞ্চ থেকে ফের বামেদের অল-আউট আক্রমণ মুখ্যমন্ত্রীর। ছাত্র আন্দোলনের মুখ হিসেবে তুলে ধরলেন TMCP-কে। বললেন,''২ ঘণ্টা বিক্ষোভ দেখিয়ে বাড়ি ফিরে যাওয়াটা আন্দোলন নয়!'' মমতা আরও বলেন, ঠিকঠাক অনশন করলে শরীরের অনেক অংশ নষ্ট হয়ে যায়।  

সোমবার সন্ধেয় TMCP-র ধর্নামঞ্চ থেকে ফের বাম-বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। সস্তার জনপ্রিয়তা চাওয়াকে আন্দোলন বলে না, বামেদের তোপ মমতার। মোদীর সঙ্গে কেন বৈঠক করলেন মমতা? এই প্রশ্ন তুলে গত শনিবার যে মঞ্চ ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, এদিন সেই মঞ্চে দাঁড়িয়েই  ছাত্রদের বার্তা দিলেন তিনি। মমতা বলেন,''শুধু একটা বিশ্ববিদ্যালয় আন্দোলন চালাচ্ছে, এটা ভাবা ভুল। এরা ২ ঘন্টার জন্য ঝান্ডা নিয়ে আসছে চলে আসছে। এমন নয় এরা রাত-দিন এখানে রয়েছে। পাবলিশিটি পাওয়ার জন্য  কেউ কেউ  কিছু  করে, সেটা আন্দোলন নয়। ইদানীং  আমি দেখছি ২টো ঝান্ডা নিয়ে  চলে আসছে ব্যস।''

তাঁর আন্দোলনের দিনেও ফিরে যান মমতা। তাঁর কথায়,''একটার পর একটা জমি দখল হয়েছিল। আমি রাস্তায় পড়েছিলাম। লেবু জল খেয়ে অনশন করিনি। সঠিক অর্থে অনশন করলে শরীরের অনেক অংশ নষ্ট হয়ে যায়। আমায় কি ধর্না শেখাবে?''

এদিন দিল্লিতে বিরোধীদের বৈঠকে গরহাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে ইতিমধ্যেই সেটিংয়ের অভিযোগ তুলেছে বাম-কংগ্রেস। ধর্নামঞ্চ থেকে বামেদের কটাক্ষ করে মমতা বলেন,''বিজেপি র সঙ্গে সমঝোতা করে আপনারা তৃণমূল কংগ্রেসকে নির্দেশ দিতে পারেন না। আমরা শক্তিশালী দল।''  

কেন হঠাত্ এদিন TMCP-র ধর্নামঞ্চ থেকে নতুন করে বামেদের দুষলেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, CAA-র বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাস না হওয়ায় লাগাতার তৃণমূলকে বিজেপির বি-টিম বলে  তোপ দেগেছে বাম-কংগ্রেস। তারপর প্রধানমন্ত্রীর কলকাতা সফরে মোদী-মমতা বৈঠককে সামনে রেখে তৃণমূলের অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে বামেরা। সেদিনই টিএমসিপির ধর্নামঞ্চের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল-বিরোধী ছাত্রদের একাংশ। এদিন অবস্থান স্পষ্ট করে বামেদের জবাব দিলেন মমতা। একদিকে যেমন ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়ালেন, তেমনই টিএমসিপি-কে রাজ্যের ছাত্রআন্দোলনের মুখ হিসেবে তুলে ধরলেন। 

আরও পড়ুন- বঙ্গ বিজেপিতে দিলীপ বনাম 'অন্যান্য' প্রকাশ্যে! ধুনো দিলেন অভিষেক

.