মঙ্গলবার অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিল বাম সংগঠন
পুলিশি জুলুম ও বিনা কারণে গাড়িচালকদের আইডি বাতিলের প্রতিবাদে এই ধর্মঘট বলে দাবি ধর্মঘটী সংগঠনের।
নিজস্ব প্রতিবেদন : ফের শহরে অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক। মঙ্গলবার পথে নামবে না বারো হাজার অ্যাপ ক্যাব। কেন্দ্রের নয়া পরিবহণ আইন ও পুলিসি জুলুমের প্রতিবাদে আন্দোলন বাম সংগঠনের। যাত্রী ভোগান্তির আশঙ্কা।
কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের প্রতিবাদে মঙ্গলবার ক্যাব ধর্মঘটের ডাক দিল সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন। পুলিশি জুলুম ও বিনা কারণে গাড়িচালকদের আইডি বাতিলের প্রতিবাদে এই ধর্মঘট বলে দাবি ধর্মঘটী সংগঠনের। এর পাশাপাশি ক্যাব কোম্পানিগুলির কমিশন ২৫% থেকে কমিয়ে ১৫% করার দাবি তুলেছে তারা। এর আগে জুলাইয়ের ১ ও ২ তারিখ অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দেয় ক্যাব মালিকদের সংগঠন।
আরও পড়ুন - গীতা পড়তে পড়তেই আত্মঘাতী বৃদ্ধ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার দেহ