ফের বিতর্কে পরেশ পাল

বারো দিনের ব্যবধানে দ্বিতীয়বার শিরোনামে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এবার তার বিরুদ্ধে সরাসরি দলবিরোধী কাজকর্ম এবং গোষ্ঠী সংঘর্ষে মদত দেবার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন তৃণমূল কর্মীরাই। আর এই গোষ্ঠী সংঘর্ষেই শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মানিকতলা এলাকা।

Updated By: Apr 14, 2012, 12:53 PM IST

বারো দিনের ব্যবধানে দ্বিতীয়বার শিরোনামে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এবার তার বিরুদ্ধে সরাসরি দলবিরোধী কাজকর্ম এবং গোষ্ঠী সংঘর্ষে মদত দেবার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন তৃণমূল কর্মীরাই। আর এই গোষ্ঠী সংঘর্ষেই শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মানিকতলা এলাকা।
চলতি মাসের তিন তারিখ কাঁকুরগাছিতে অটোচালকদের ওপর চড়াও হয়ে তাদের মারধর ও কান ধরে ওঠবোস করানোর নায়ক এবার শিরোনামে নিজের দলের কর্মীদের পিটিয়ে। এবার তিনি নিজে সরাসরি মঞ্চে অবতীর্ণ নন। তার হয়ে দলের কর্মীদেরই একাংশকে বেধড়ক পেটালেন কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতা, পরেশ পালের ঘনিষ্ঠ অমল চক্রবর্তী ওরফে ভোলা।  ঘটনার সূত্রপাত পয়লা বৈশাখের একটি ইসিজি প্রশিক্ষণ শিবির উদ্বোধনকে ঘিরে। মানিকতলা থানা অঞ্চলে, কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যে এলাকায় শিবিরটি হবে, সেটি বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অথচ তাকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, সেই ধুয়ো তুলে আসরে অবতীর্ণ বেলেঘাটার বিধায়ক। যার নিট ফল, সাধন পান্ডের ঘনিষ্ঠ সঞ্জিত রায়, ভোলা সূত্রধরেরা শুক্রবার মার খেলেন নির্বিচারে।
খোদ তৃণমূলের বিধায়ক বা পুরপিতারাই এদিন ছিঁড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রেতা সুরক্ষামন্ত্রীর ছবি। যা নিয়ে ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে দলেরই অন্দরে। গুরুতর আহত চারজনকে আরজিকর হাসপাতালে চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। মানিকতলা থানায় পরেশ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছেন সাধন পান্ডে গোষ্ঠীর কর্মীরা।

.