শহরে ফিরছে ডবলডেকার বাস

লন্ডন শহরের ধাঁচে কলকাতাতেও চলুক ডবলডেকার বাস। এমনটাই চাইছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তাই ফের জবলডেকার বাস চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে কলকাতার জলপথ পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন পরিবহণ মন্ত্রী। গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণের ওপরও জোর দিতে চান মদন মিত্র।

Updated By: Apr 14, 2012, 11:58 AM IST

লন্ডন শহরের ধাঁচে কলকাতাতেও চলুক ডবলডেকার বাস। এমনটাই চাইছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তাই ফের জবলডেকার বাস চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে কলকাতার জলপথ পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন পরিবহণ মন্ত্রী। গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণের ওপরও জোর দিতে চান মদন মিত্র।
কলকাতার ঐতিহ্য ডবলডেকার বাস পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। ইতিমধ্যেই সিএসটিসির কর্ণধারদের এব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি।
স্থলপথে পরিবহণের পাশাপাশি জলপথেও পরিবহণ ব্যবস্থার বিস্তার চাইছেন মদন মিত্র। কলকাতা থেকে গঙ্গাবক্ষে একাধিক নতুন রুটে ফেরি সার্ভিস চালু করতে উদ্যোগ নিয়েছেন তিনি। গঙ্গাবক্ষে বিভিন্ন ধরনের বিরোদনের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
পুজোর সময় কলকাতা থেকে বর্ধমান, হুগলি, নবদ্বীপ, চন্দননগরসহ একাধিক জায়গায় জলপথে ঠাকুর দেখার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

.