সিন্ডিকেট তোলাবাজি রুখতে আরও কড়া মুখ্যমন্ত্রী

সিন্ডিকেট তোলাবাজি রুখতে আরও কড়া মুখ্যমন্ত্রী। যেকোনও অভিযোগে ব্যবস্থা নিতে হবে। CMO-র আধিকারিকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর স্পষ্ট বার্তা, সিন্ডিকেট প্রশ্নে কাউকে রেয়াত করা যাবে না। পয়লা জুলাই উত্তর চব্বিশ জেলার প্রশাসনিক বৈঠকেও সিন্ডিকেট রুখতে পুলিস প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তারপরেও বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির অভিযোগ আসতে থাকায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী।

Updated By: Jul 18, 2016, 02:36 PM IST
সিন্ডিকেট তোলাবাজি রুখতে আরও কড়া মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: সিন্ডিকেট তোলাবাজি রুখতে আরও কড়া মুখ্যমন্ত্রী। যেকোনও অভিযোগে ব্যবস্থা নিতে হবে। CMO-র আধিকারিকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর স্পষ্ট বার্তা, সিন্ডিকেট প্রশ্নে কাউকে রেয়াত করা যাবে না। পয়লা জুলাই উত্তর চব্বিশ জেলার প্রশাসনিক বৈঠকেও সিন্ডিকেট রুখতে পুলিস প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তারপরেও বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির অভিযোগ আসতে থাকায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন বিশ্বজুড়ে পাড়ায় পাড়ায় জঙ্গিদাদের কোচিং সেন্টার চলছে!

এবার সিএমও আধিকারিকদের আরও কড়া হওয়ার নির্দেশ দিলেন তিনি। দ্বিতীয় দফায় নবান্নের জোড়া দাওয়াই। পুলিসের ভাবমূর্তি উদ্ধারে জোর মুখ্যমন্ত্রীর। আপোস নয় সিন্ডিকেট দাপটেও। মমতার বার্তার পরেই সক্রিয় আইনেররক্ষরা। আস্থা ফিরবে পুলিসে? জল্পনা সবমহলে।

আরও পড়ুন  লালবাজারের কড়া নির্দেশ পাঠানো হল শহরের হোটেলগুলিতে

.