Bogtui Violence: বগটুইয়ে নিহতদের পরিবারের পাশে রাজ্য, আত্মীয়দের চাকরির নিয়োগপত্র দিলেন মমতা
মমতা বলেন, এক বছর বাদে সবার চাকরি স্থায়ী হয়ে যাবে
নিজস্ব প্রতিবেদন: বগটুইকাণ্ডে(Bogtui) নিহত হয়েছে ৯ জন। রামপুরহাটে(Rampurhat) উপপ্রধান ভাদু শেখের(Bhadu Seikh) খুনের ঘটনার জেরে বগটুই গ্রামে(Bogtui Village) বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই অগ্নকাণ্ডে মৃত্যু হয় ওই নয় জনের। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি এবার তাদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোট ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
সোমবার ভার্চুয়ালি বীরভূমের জেলা শাসকের মাধ্যমে ওই সব নিয়োগপত্র নিহতদের পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।
## হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে নিয়োগ পত্র পেলেন সাবিনা ইয়াসমিন। তিনি চাকরি করবেন কাষ্টপাড়া প্রাইমারি হেলথ সেন্টারে। তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন বীরভূমের জেলা শাসক।
## হেলথ অ্যান্ড ফ্য়ামিলি ওয়েল ফেয়ারে চাকরির নিয়োগপত্র দেওয়া হল মহম্মদ ইব্রাহিমকে। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে রামপুরহাটে। ওই একই দফতরে চাকরি পেলেন কিরণ সেখ। এদের নিয়োগ হল অ্য়াটেন্ডেন্ট হিসেবে।
## সাবিলা বিবিকে নিয়োগপত্র দেওয়া হল আইএনসিএ-তে। রামপুরহাটে চাওয়ার জন্য সেখানেই তাদের চাকরি দেওয়া হল। আইএনসিআইএতেই চাকরি দেওয়া হল মিহিলাল শেখকে।
## মমতা বলেন, যেসব দফতরগুলো আমার হাতে ছিল সেখানেই এদের চাকরি দেওয়া হয়েছে। এক বছর বাদে সবার চাকরি স্থায়ী হয়ে যাবে।
## মেসেজা বিবিকে চাকরি দেওয়া হল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টে। উনি চাকরি করবেন বিএলআরও রামপুরহাটের অফিসে। হাসিন আরা খাতুনকে চাকরি দেওয়া হল সাঁইথিয়ায়।
## আব্দুস সামাদ কাজী চাকরি দেওয়া হল নানুরের বিডিও অফিসে। আব্দুল আজিজ শেখকে চাকরি দেওয়া হল রামপুহাটে এসডিপিও-র অফিসে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
মমতা এদিন আরও বলেন, সবাই রামপুরহাটে চাকরি চেয়েছিলেন। একজন বাদে সবাইকেই রামপুরহাটে দেওয়া হয়েছে। সবার কাগজপত্র পুড়ে গিয়েছে। এতে তাদের কোনও সমস্য়া না হয় তা দেখে দেবেন জেলা শাসক।
আরও পড়ুন-নদিয়ার একাধিক জায়গায় থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-বোমা-গুলি, ধৃত ২