আমফানের ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি রুখতে এবার কমিটি গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ত্রাণ নিয়ে যে তিনি দলবাজি  মানবেন না বুধবারই  তা জানিয়েছিলেন। দুর্নীতি রুখতে এবার গ্ৰাম পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য।

Reported By: সুতপা সেন | Updated By: Jun 26, 2020, 09:16 AM IST
আমফানের ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি রুখতে এবার কমিটি গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আমফানের ত্রাণের টাকা দেওয়া নিয়ে দুর্নীতি আটকাতে পঞ্চায়েত স্তরে কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ত্রাণ নিয়ে যে তিনি দলবাজি  মানবেন না বুধবারই  তা জানিয়েছিলেন। দুর্নীতি রুখতে এবার গ্ৰাম পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য।

বৃহস্পতিবার নবান্ন থেকে প্রত্যেক জেলার জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েতে কমিটি গঠন করতে হবে। যে কমিটি যাচাই করে দেখবে যেসব উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে তারাই প্রকৃত উপভোক্তা কি না! কমিটিতে থাকবেন এক জন গ্রাম পঞ্চায়েত সদস্য, বিডিও-র প্রতিনিধি, একজন সরকারি আধিকারিক। এছাড়াও চাইলে বিরোধী দলের কোনও প্রতিনিধিকে কমিটিতে রাখা যাবে।

আরও পড়ুন: 'রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার জন্য সরকার-ই দায়ি'
সাতদিনের মধ্যে কমিটির প্রতিনিধিদের সঠিক তালিকা তৈরি করে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় স্বজনপোষন করা হলে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

.