Mamata Banerjee: এবার চোট মাথায়, বর্ধমান থেকে ফেরার পথে ফের আহত মুখ্যমন্ত্রী!

কলকাতায় পৌঁছলেন মমতা। চোট গুরুতর নয়। সূত্রের খবর তেমনই।

Updated By: Jan 24, 2024, 04:33 PM IST
Mamata Banerjee: এবার চোট মাথায়, বর্ধমান থেকে ফেরার পথে ফের আহত মুখ্যমন্ত্রী!
ফাইল ছবি

সুতপা সেন: প্রশাসনিক বৈঠক শেষ। সড়কপথে বর্ধমান থেকে ফেরার পথে ফের আহত মুখ্য়মন্ত্রী! তবে চোট গুরুতর নয়। সূত্রের খবর তেমনই। কলকাতায় পৌঁছে গিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই', চব্বিশে একলা চলার সাফ বার্তা মমতার

খারাপ আবহাওয়া। সঙ্গে বৃষ্টি। কলকাতা থেকে হেলিকপ্টারে বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশাসনিক বৈঠকে তাঁকে ফিরতে হল সড়কপথেই। কবে? আজ, বুধবার। আর তাতেই ঘটল বিপত্তি।

বর্ধমানে যেখানে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী, সেই জায়গাটি জিটি রোড থেকে এক-দেড় কিমি দূরে। গাড়িতে বসেছিলেন সামনে সিটে। জিটি রোডের ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন চালক। প্রবল ঝাঁকুনিতে উইন্ড স্ক্রিনে মাথা ঢুকে যায় মমতার। 

আরও পড়ুন:  Ashoknagar Kalyangarh: মাত্র কয়েকবছর আগে আপনার জানলার পাশেই নামত ব্রিটিশ বিমান! অবহেলায় ইতিহাস...

এর আগে, সেপ্টেম্বরে স্পেনে চলাকালীন পায়ে চোট লেগেছিল মুখ্যমন্ত্রীর। বিদেশ থেকে ফিরেই এসএসকেএম গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উডবার্ন ওয়ার্ডের দু'ঘণ্টারও বেশি ধরে তাঁর MRI-সহ বিভিন্ন পরীক্ষা করেছিলেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই ছিলেন পুজোর সময়ে। এরপর বছর শেষে যখন রুটিন চেক আপ করাতে এসএসকেএম যান, তখন মুখ্যমন্ত্রীর ডান কাঁধে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেদিনই অস্ত্রোপচার হয়।

ব্যবধান মাস দুয়েকের। গত বছরের জুলাই মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে কপ্টার বিভ্রাটে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কীভাবে? জলপাইগুড়ির ক্রান্তি থেকে তখন বাগডোগরা পথে মমতা। মাঝ-আকাশের প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্য়ে পড়ে তাঁর হেলিকপ্টার। শেষপর্যন্ত শালুগাড়ার কাছে সেবক সেনা ছাউনিতে যখন কপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট, তখন বাঁ হাঁটুতেই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.