নিরুপম সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
রবীন দেব জানান, আগামী তিনদিন পার্টির পতাকা অর্ধনমিত থাকবে। যতদিন না তাঁর শেষকৃত্য হচ্ছে, ততদিন পার্টির বৈঠক বাতিল করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বাম সরকারের শেষ শিল্পমন্ত্রী নিরুপম সেনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সিপিএম নেতা। সেই সংবাদ পাওয়ার পরই শোকপ্রকাশ করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন
তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের প্রয়াণে শোকাহত। পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা।"
২০১৩ সাল থেকেই অসুস্থ ছিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। সম্প্রতি রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। গত ১২ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অবশেষে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Saddened at the passing away of Nirupam Sen, former Minister of West Bengal. Condolences to his family and well wishers
— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2018
তাঁর প্রয়াণে শোকাহত বাম রাজনৈতিক মহল। সিপিএম নেতা রবীন দেব বলেন, "বেকার সমাজের কথা ভেবে সিঙ্গুরে শিল্প আনতে চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা এক জোট হয়, তা গুঁড়িয়ে দিয়েছে। সেটা তাঁর একটা আক্ষেপ থেকে গিয়েছিল।"
আরও পড়ুন: Exclusive: রাজ্যে আরএসএস-বিজেপির মোকাবিলায় বাম দাওয়াই বই
রবীন দেব জানান, আগামী তিনদিন পার্টির পতাকা অর্ধনমিত থাকবে। যতদিন না তাঁর শেষকৃত্য হচ্ছে, ততদিন পার্টির বৈঠক বাতিল করা হয়েছে।