অধীর চৌধুরির "একলা চলো"-তে সিলমোহর প্রদেশ কংগ্রেসের

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ছেড়ে একক ক্ষমতায় লড়াইয়ের পথে কংগ্রেস। পঞ্চায়েতে জোট গড়ার সিদ্ধান্ত জেলা নেতাদের ওপরই ছেড়ে দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। তাঁর পাশে বসে অধীর চৌধুরী জানিয়ে দেন, মুর্শিদাবাদে এককভাবেই লড়াই করবেন তাঁরা। রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়েও সমালোচনায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা।

Updated By: Apr 7, 2012, 08:43 PM IST

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ছেড়ে একক ক্ষমতায় লড়াইয়ের পথে কংগ্রেস। পঞ্চায়েতে জোট গড়ার সিদ্ধান্ত জেলা নেতাদের ওপরই ছেড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তাঁর পাশে বসে অধীর চৌধুরি জানিয়ে দেন, মুর্শিদাবাদে এককভাবেই লড়াই করবেন তাঁরা। রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়েও সমালোচনায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা।
সাংসদ ও মন্ত্রীদের নিয়ে শনিবার বসেছিল প্রদেশ কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। মূল আলোচ্য বিষয় ছিল রাজ্য সরকারের বর্তমান কাজকর্ম এবং পঞ্চায়েত নির্বাচনে দলের অবস্থান। তৃণমূলকে ছেড়ে পঞ্চায়েত নির্বাচনে একক লড়াইয়ের পক্ষে মত দেন সকলে।
তাহলে কি তৃণমূলের সঙ্গে জোট ভেঙে একক লড়াইয়ের পথে কংগ্রেস?
সরাসরি সেকথা না-বললেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেন প্রদীপ ভট্টাচার্য। বলেন, "এই সিদ্ধান্তের ভার জেলা সভাপতিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেবেন তাঁরা।"
প্রদেশ কংগ্রেস সভাপতির পাশে বসে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি পরিষ্কার জানান, "আমার জেলায় একাই লড়বে কংগ্রেস।"
পঞ্চায়েত নিয়ে রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তে কংগ্রেস যে ক্ষুব্ধ তা গোপন করেননি দলের শীর্ষ নেতারা। এমনকী, মহাকরণ প্রয়োজনে অভিযানেরও হুমকি দিয়ে রেখেছেন অধীর চৌধুরি।

.