বিজেপিতে যোগদানকারী অঞ্জু ঘোষ কি বিদেশি নাগরিক? কী বলছেন অভিনেত্রী?

জনপ্রিয় সিনেমা 'বেদের মেয়ে জোৎস্না'-র অঞ্জু ঘোষের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ।

Updated By: Jun 5, 2019, 07:47 PM IST
বিজেপিতে যোগদানকারী অঞ্জু ঘোষ কি বিদেশি নাগরিক? কী বলছেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদন: মনিরুলের পর এবার 'বেদের মেয়ে জোৎস্না' অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদানের পর শুরু হল বিতর্ক। অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন। অঞ্জু ঘোষ দাবি করেছেন, তিনি ভারতীয় নাগরিক। তবে অন্য তথ্য দিচ্ছে উইকিপিডিয়া।   

ভোটের প্রচারে বাংলাদেশি অভিনেতাদের ব্যবহার করেছিল তৃণমূল। ফিরদৌস ও আবদুন গাজি নুরকে দেখা গিয়েছিল ঘাসফুলের প্রচারে। বিষয়টি নিয়ে শোরগোল করেছিল বিজেপি। এরপর দুই অভিনেতাকে দেশ ছাড়ার নির্দেশ দেয় বিদেশমন্ত্রক। সেই বিতর্কই এবার বিজেপিতে অঞ্জু ঘোষের যোগদান ঘিরে।বুধবার দিলীপ ঘোষের হাত ধরে তিনি গেরুয়া ব্রিগেডে নাম লেখালেন। অঞ্জুর হাতে দলীয় পতাকা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, অরিজিনাল 'বেদের মেয়ে জোৎস্না' দলে এলেন। সল্টলেকে তাঁর বাড়ির পাশে থাকেন অভিনেত্রী।  

অঞ্জু ঘোষ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। ১৯৮৯ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'বেদের মেয়ে জোৎস্না'। ওই ছবিটি ব্যাপক সাফল্য পায় ওপার বাংলায়। এখনও পর্যন্ত বক্সঅফিসের কামাইয়ে সবচেয়ে সফল বাংলা ছবি এটিই। ১৯৯১ সালে এপারে 'বেদের মেয়ে জোৎস্না'র রিমেক মুক্তি পায়। ওই ছবিতেও মূল ভূমিকায় অঞ্জু ঘোষ। তবে রিমেকে নায়ক হন চিরঞ্জিত্। তারপর থেকে বাংলাতেই থেকে যান অভিনেত্রী। বাংলাতে থাকলেও অঞ্জুর নাগরিকত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। অঞ্জু ঘোষের দাবি, ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন তিনি। বিবাহসূত্রে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, নাগরিকত্ব নিয়ে তাদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন অঞ্জু ঘোষ। স্বাভাবিকভাবেই জল্পনা দানা বেঁধেছে।   

উইকিপিডিয়া অবশ্য অন্য তথ্য দিচ্ছে। উইকিপিডিয়া এখনও বলছে, অঞ্জু ঘোষ বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের ফরিদপুরে জন্ম হয়েছিল তাঁর। 

যদিও উইকিপিডিয়াকে প্রামাণ্য দলিল হিসেবে ধরা যায় না।উইকিপিডিয়ার তথ্য সম্পাদনা করা যায়। বিজেপির তরফেও দাবি করা হচ্ছে, অঞ্জু ঘোষ ভারতীয় নাগরিকই। কিন্তু যোগদান ঘিরে আরও একবার বিতর্ক এড়াতে পারল না বঙ্গ বিজেপি।  

আরও পড়ুন- 'আগে রাম, পরে বাম', পর্যালোচনায় ভরাডুবির কারণ স্বীকার করে নিল সিপিএম

 

.