খোদ কলকাতার বুকে অপেক্ষা করতে-করতেই মৃত্যু কোভিড রোগীর

কোভিড যখন নিয়ন্ত্রণের মধ্যেই চলে আসছে তখনই এই বিপত্তি।

Updated By: Jan 17, 2021, 07:52 PM IST
খোদ কলকাতার বুকে অপেক্ষা করতে-করতেই মৃত্যু কোভিড রোগীর

নিজস্ব প্রতিবেদন: খোদ কলকাতার বুকে চিকিৎসা নিতে এসে চিকিৎসার অপেক্ষায় থেকেই মারা গেলেন এক রোগী। ঘটনাটি ঘটেছে রবিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। 

কী হয়েছিল?

রোগীর নাম নিরঞ্জন চক্রবর্তী। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, তিনি কল্যাণীর বাসিন্দা। ক্যানসারে ভুগছিলেন। পরে তাঁর কোভিড ধরা পড়ে। তাঁকে কলকাতায় পাঠানো হয়। পরিবারের লোকজন তাঁকে এনআরএস (nrs) হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসা পাওয়া আর ঘটল না নিরঞ্জনবাবুর কপালে। এনআরএস-এ ওয়ার্ডের বাইরে নীচে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয় তাঁকে। শ্বাসকষ্টজনিত কষ্ট ছিল। অপেক্ষার মধ্যেই মারা যান তিনি। 

বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক দানা বাঁধে। কোভিড টিকা এসে গিয়েছে। এখন চারিদিকে একটা হ্যাপি মুড। রোগ থেকে নিস্তার মিলবে, এইটুকু সান্ত্বনা মিলেছে। ঠিক সেই আবহে খোদ কলকাতার বুকে চিকিৎসা না পেয়ে কোভিড রোগীর মৃত্যু নিয়ে তাই ক্ষোভ দানা বাঁধে। 

বিষয়টি নিয়ে কী বলছে এনআরএস কর্তৃপক্ষ?

এনআরএস-এর চিকিৎসক ড. শান্তনু সেন এ বিষয়ে বলেন, 'আমি যতদূর জানি, উনি ক্য়ানসার পেশেন্ট ছিলেন। পরে ওঁর কোভিড ডিটেক্টেড হয়। কোভিড হয়ে যাওয়ার পরে ট্রানজিটে মারা যান তিনি।'

Also Read:  চিঠির কারণে যদি পদ থেকে সরানো হয়ে থাকে, তাহলে তাঁকে ধন্যবাদ জানাব': Babul

.