Anubrata Mandal: রাজ্য পুলিসের উপস্থিতিতে অনুব্রতর কিছু ক্ষতিও হতে পারে, চাঞ্চল্যকর দাবি বিজেপির

সুকান্ত মজুমদারের ওই কড়া মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, তৃণমূলের রকার কোনও তদন্তকে প্রভাবিত করে না। এটা বিজেপি নয়, সব তদন্তকারী সংস্থাই এখানে কাজ করতে পারে। বিজেপি রিমোট কন্ট্রোলে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে কাজে লাগায়

Updated By: Mar 5, 2023, 06:50 PM IST
Anubrata Mandal: রাজ্য পুলিসের উপস্থিতিতে অনুব্রতর কিছু ক্ষতিও হতে পারে, চাঞ্চল্যকর দাবি বিজেপির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনুব্রত মণ্ডলকে দিল্লি পাঠাতে গিয়ে ঘাম ছুটছে আসানসোল জেল কর্তৃপক্ষের। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী অনুব্রতকে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাজ্য পুলিসকে বলেছিল আসানসোল জেল কর্তৃপক্ষ। কিন্তু সেই কাজ তাদের দ্বারা সম্ভব নয় বলে জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেট। ফলে ফের অনুব্রতকে দিল্লি পাঠানো নিয়ে তৈরি হয়ে গেল জটিলতা। এনিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন-ট্রেন থেকে নামতেই যুবতীকে একের পর এক ছুরির কোপ যুবকের, তোলপাড় নলহাটি 

সুকান্ত  মজুমদার বলেন, অনুব্রতকে দিল্লি পাঠানোর ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। রাজ্য সরকারের পুলিস সুরক্ষা দিচ্ছে না। আমরা যথেষ্ট সন্ধিহান যে অনুব্রত মণ্ডলের কিছু ক্ষতিও রাজ্য পুলিসের উপস্থিতিতে হতে পারে। কারণ অনুব্রত মণ্ডল যদি দিল্লিতে যায় এবং মুখ খোলে তাহলে ধেড়ে ইঁদুর বলুন বা বড় মাথাই বলুন সাবাই কিন্তু খাঁচায় ঢুকবে। তাদেরও দিল্লি যাত্রা হবে।

অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিয়ে কলকাতার কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যেতে অপারগ রাজ্য পুলিস। এমনটাই আসানসোল জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে তারা। বিষয়টি ইডিকে ও রাজ্য কারা দফতরকে জানিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, কারা দফতরের নির্দেশ পেয়ে এবার এনিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদলতে যাচ্ছে জেল কর্তৃপক্ষ। ফলে দিল্লি যাওয়ার রাস্তা তৈরি হওয়ার পরও আইনি জটিলতা কাটল না।

এদিকে, সুকান্ত মজুমদারের ওই কড়া মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, তৃণমূলের রকার কোনও তদন্তকে প্রভাবিত করে না। এটা বিজেপি নয়, সব তদন্তকারী সংস্থাই এখানে কাজ করতে পারে। বিজেপি রিমোট কন্ট্রোলে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে কাজে লাগায়। হিমন্ত বিশ্বশর্মা থেকে নারায়ণ রানে বিজেপি যোগ দিতেই তাদের সব পাপ ধুয়ে যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.