ভীতি উপেক্ষা করে সন্ত্রাসের বিরুদ্ধে পথে নামার ডাক বুদ্ধর
সন্ত্রাস না করলে পঞ্চায়েত ভোটে তৃণমূলের এই ফল অসম্ভব বলে মনে করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মতে গোটা রাজ্যজুড়ে তৃণমূলী রাজ চলছে। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। রাস্তায় নেমে সন্ত্রাস মোকাবিলার ডাক দিয়েছেন বাম নেতারা।
সন্ত্রাস না করলে পঞ্চায়েত ভোটে তৃণমূলের এই ফল অসম্ভব বলে মনে করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মতে গোটা রাজ্যজুড়ে তৃণমূলী রাজ চলছে। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। রাস্তায় নেমে সন্ত্রাস মোকাবিলার ডাক দিয়েছেন বাম নেতারা।
নির্বাচনে সন্ত্রাস। বারবার অভিযোগ করেছেন বামেরা। এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের ফল প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, "কিসের ভোট? এ সন্ত্রাস না হলে এফল করতে পারত না।" বর্ধমান বীরভূম কোথাও সুষ্টু ভাবে ভোট হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল থেকে নারী নির্যাতন, সরব বুদ্ধদেব ভট্টাচার্য। প্রশ্ন তুলেছেন কামদুনি থেকে সারদা নিয়েও। বুদ্ধ বাবু প্রশ্ন তুলেছেন, "কামদুনি নিয়ে কী হল?" রাজ্য সরকার ইচ্ছা করে সারদা লুকিয়ে ফেলার চেষ্টা করছে বলে ইঙ্গিত করেছেন তিনি। রাজ্যে সন্ত্রাস বাড়লেও ভীতি উপেক্ষা করে পথে নামার ডাক বাম নেতৃত্বের।