আজ থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হচ্ছে সিপিএম রাজ্য কমিটির সাংগঠনিক প্লেনাম
কেন্দ্রীয় প্লেনামের পর এ বার রাজ্য প্লেনাম। আজ থেকে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হচ্ছে সিপিএম রাজ্য কমিটির সাংগঠনিক প্লেনাম। আলোচনা চলবে কালও। বিধানসভা ভোটের পর সংকটে দল। কংগ্রেসে সঙ্গে জোট নিয়ে মতবিরোধ তো আছেই। বাড়ছে নিষ্ক্রিয় সদস্যদের সংখ্যাও। এই পরিস্থিতিতে দলীয় সংগঠনকে চাঙ্গা করার রাস্তা খুঁজতে প্লেনামে আলোচনা হবে। সাধারণ মানুষ যাতে তাঁদের নানা সমস্যায় সিপিএম নেতা-কর্মীদের পাশে দেখতে পান, তা নিয়ে কথা হবে প্লেনামে।
ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় প্লেনামের পর এ বার রাজ্য প্লেনাম। আজ থেকে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হচ্ছে সিপিএম রাজ্য কমিটির সাংগঠনিক প্লেনাম। আলোচনা চলবে কালও। বিধানসভা ভোটের পর সংকটে দল। কংগ্রেসে সঙ্গে জোট নিয়ে মতবিরোধ তো আছেই। বাড়ছে নিষ্ক্রিয় সদস্যদের সংখ্যাও। এই পরিস্থিতিতে দলীয় সংগঠনকে চাঙ্গা করার রাস্তা খুঁজতে প্লেনামে আলোচনা হবে। সাধারণ মানুষ যাতে তাঁদের নানা সমস্যায় সিপিএম নেতা-কর্মীদের পাশে দেখতে পান, তা নিয়ে কথা হবে প্লেনামে।
আরও পড়ুন শহিদদের জন্য তোলা টাকা, ওড়ানো হল শিল্পীদের সামনে!
অংশ নেবেন প্রায় পাঁচশো প্রতিনিধি। আজ রাজ্য কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্লেনাম। থাকবেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট সহ পলিটব্যুরোর একাধিক সদস্য।
আরও পড়ুন চার বছর পর অবশেষে ধরা পড়ল পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খান