অন্য কিছু করেনি মানে কী? ছাত্রী-হেনস্থায় দিলীপের মন্তব্যে প্রশ্ন CPM-SFI-র

কুকথা বলে দিলীপ ঘোষ প্রচারে আসছেন বলে মন্তব্য করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। 

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jan 30, 2020, 09:10 PM IST
অন্য কিছু করেনি মানে কী? ছাত্রী-হেনস্থায় দিলীপের মন্তব্যে প্রশ্ন CPM-SFI-র

নিজস্ব প্রতিবেদন: পাটুলিতে বিজেপির মিছিলের সামনে 'নো এনআরসি, নো সিএএ' নিয়ে প্রতিবাদ করছিলেন সুদেষ্ণা দত্তগুপ্ত নামে এক ছাত্রী। তাঁর উপরে চড়াও হন বিজেপি কর্মীরা। ওই ঘটনায় দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, চোদ্দ পুরুষের ভাগ্য ভালো। প্ল্যাকার্ড কেড়ে ছেড়ে দিয়েছে, অন্য কিছু করেনি। বিজেপির রাজ্য সভাপতির সমালোচনায় সরব হয়েছে সিপিএম ও এসএফআই। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, অন্য কিছু করেনি মানে কীসের ইঙ্গিত দিচ্ছেন দিলীপ ঘোষ? এসএফআই-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের কথায়,''একটা প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিল। অসুবিধা কোথায়? প্রতিবাদ করার অধিকার সবার আছে।''

পাটুলিতে সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দনযাত্রায় প্রতিবাদী ছাত্রীকে হেনস্থা নিয়ে বইমেলায় প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। বলেন,''ওরা  আমাদের মিছিলের কাছে এসেছিল। প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছি, চোদ্দ পুরুষের ভাগ্য ভালো অন্য কিছু করেনি। অনেক সার্কাস বাগান পড়ে আছে। আমাদের কর্মীদের সামনে আসেন কেন? খবর হওয়ার জন্য না শহিদ হওয়ার জন্য?''দুর্ভাগ্যজনক, এটা আর করবেন না। অনেক সহ্য করেছি এই ছেলেখেলাটা আর সহ্য করব না। 

'অন‍্য কিছু করা যায়নি' মানে কী বলতে চেয়েছেন বিজেপির রাজ্যসভাপতি? প্রশ্ন তুলেছে সিপিএম ও এসএফআই। এসএফআই-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ''ছ‍্যাবলামোর রাজনীতি সাংসদ হিসেবে উনি করতে পারেননা। একটা প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিল ওই ছাত্রী, অসুবিধা কোথায়? প্রতিবাদ করার অধিকার সবার আছে।'' তাঁর কটাক্ষ, নতুন করে মাথা ভাঙা কনিষ্ক ফিরে এসেছে। হাত-পায়ের কোনও কাজ নেই ওনার।

কুকথা বলে দিলীপ ঘোষ প্রচারে আসছেন বলে মন্তব্য করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তাঁর কথায়,''অকথা কুকথা বলে প্রচারে আসছেন দিলীপ ঘোষ। অসভ‍্যতা করছেন। মেয়ের বয়সী একটি মেয়ে কাগজে লিখে প্রতিবাদ করতে এসেছিলেন, তার প্রশংসা করতে পারলেন না! ও তো  গুলি-বোমা নিয়ে আসেনি। আর অন্য কিছু করেনি মানেটা কী, কীসের ইঙ্গিত দিচ্ছেন? অসভ্য আচরণের ইঙ্গিত দিলেন উনি। এই রাজনীতি বেশিদিন চলবে না। তৃণমূল মার্কা লোকগুলোই বিজেপি করছে।''  

আরও পড়ুন- ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন, জেরায় স্বীকারোক্তি শার্জিলের

.