আর কতজন মাড়িয়ে যাবি? Rajib-ফেরায় খোঁচা Shatarup-র; পিঠে ব্যথা হজম করে নেব: Debangshu
রাজীবের দলে ফেরার দিনে আক্রমণের মুখে দেবাংশু।
নিজস্ব প্রতিবেদন: একের পর এক বিজেপি নেতা যোগদান করছেন তৃণমূলে। আরও একবার নেটমাধ্যমে ঘুরছে তৃণমূলের যুব নেতা দেবাংশুকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গচিত্র। তাঁর ভাষ্য একটাই,'দলবদলুরা যখন তৃণমূলে ফিরছেন তখন কোথায় দেবাংশু?'
ভোটের মুখে বিজেপির দিকে ছিল অনুকূল স্রোত। ভেসে যাচ্ছিলেন একের পর এক তৃণমূল নেতা। সেই দলে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। বছর ঘোরার আগে রবিবার তৃণমূলে ফিরলেন তিনি। তার পর রাজীব তো বটেই নেটিজেনদের নিশানায় দেবাংশু ভট্টাচার্য। ভোটের প্রচারে একটি সভায় তিনি বলেছিলেন,''দলবদলুরা যদি ফের তৃণমূলে ফিরতে চায় তাহলে আমি কালীঘাটে নেত্রীর বাড়ির দরজায় শুয়ে পথ আটকাব।'' মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো 'দলবদলু'রা যখন ঘরওয়াপসি করছেন তখন কী করছেন দেবাংশু? এই প্রশ্নই তুলছেন নেটিজেনরা। সিপিএম নেতা শতরূপ নাম না করে খোঁচা দিয়েছেন,''ওরে, একটা কচি ছেলে দরজার বাইরে শুয়ে আছে। আর কতজন পেটের ওপর দিয়ে মাড়িয়ে যাবি?!''
বিজেপি দুর্বল হলে যাবতীয় অপমান সইয়ে রাজি বলে দাবি করেছেন দেবাংশু। ফেসবুকে তিনি লিখেছেন,''বিজেপি দুর্বল হোক। বিজেপি আরো দুর্বল হোক। বিজেপি আরো অনেকটা দুর্বল হোক। ভবিষ্যতে তৃণমূল ভাঙতে যাওয়ার আগে তাঁদের হাত কেঁপে উঠুক। এই অপমান ওদের গালে দগদগে থাপ্পড়ের দাগের মত বেঁচে থাক আরো কয়েকটা বছর.. ওরা বুঝুক, চ্যাটার্ড ফ্লাইটের জ্বালানির খরচটাও সব সময় ওঠেনা। আল্ট্রা বিউটিফায়েড যোগদান মেলার ডেকরেটরের খরচটাও গচ্চা যায়। এমনকি গলায় দেওয়া নতুন উত্তরীয় গুলোর খুচরো পয়সার ইনভেস্টমেন্টও গায়ে জ্বালা ধরিয়ে দিয়ে যায় বিচ্ছিরি ভাবে। ওরা বুঝুক। ব্ল্যাক হর্স ভেবে বিশেষ বিমানে 'অপমান' উড়িয়ে নিয়ে আসার উপর টাকা ঢালা কতটা বাজে ব্যাবসায়িক পদক্ষেপ!'' আর বিজেপির মনোবল ভাঙলে ডিঙিয়ে যাওয়ার পিঠে ব্যথা হজম করে নেবেন বলেও লিখেছেন দেবাংশু। তাঁর কথায়,''ওরা বুঝুক। ওদের মনোবল ভাঙুক। ভেঙে খানখান হয়ে যাক ওদের বেঁচে থাকা আত্মবিশ্বাসটুকু। তার বিনিময়ে চারটে মিম আর পাঁচটা টু লাইনার হজম করে নেব.. হজম করে নেব ওদের ডিঙিয়ে যাওয়ার "পিঠে" ব্যথাও..''
আরও পড়ুন- Rajib Banerjee: 'লজ্জিত-অনুতপ্ত', ঘাসফুল পতাকা তুলে নিয়ে 'ভুল' স্বীকার রাজীবের