মুখ্যমন্ত্রীর পায়ের তলায় ঠাঁই পেলেন মনীষীরা

মুখ্যমন্ত্রীর শ্রীচরণে স্থান পেলেন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নেতাজী সুভাষচন্দ্র থেকে মাইকেল মধুসূদন এবং ভগত্‍ সিংরা। সৌজন্যে দক্ষিণ বরানগর, ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এখানেই সিঁথি মোড় এলাকায় মুখ্যমন্ত্রীর বিশালাকায় কাটআউট লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই কাটআউটের ঠিক পায়ের কাছে বসানো হয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধূসূদন দত্ত সহ একাধিক মণীষীর ছোট ছোট ছবি।

Updated By: Jan 28, 2013, 10:09 AM IST

মুখ্যমন্ত্রীর শ্রীচরণে স্থান পেলেন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নেতাজী সুভাষচন্দ্র থেকে মাইকেল মধুসূদন এবং ভগত্‍ সিংরা। সৌজন্যে দক্ষিণ বরানগর, ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এখানেই সিঁথি মোড় এলাকায় মুখ্যমন্ত্রীর বিশালাকায় কাটআউট লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই কাটআউটের ঠিক পায়ের কাছে বসানো হয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধূসূদন দত্ত সহ একাধিক মণীষীর ছোট ছোট ছবি।
স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে রবিবার বিকেল থেকে রীতিমতো আলোর মালায় সাজিয়ে-গুছিয়ে বসানো হয়েছে এই কাটআউট। যা আসতে-যেতে সকলেরই নজরে পড়ছে। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টিকে মণীষীদের অবমাননা বলেই মনে করছেন এলাকাবাসী। কেন এমনটা করা হল, এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য অবশ্য পাওয়া যায়নি তৃণমূলের কোনও নেতাকেই। দু`দিন আগে প্রজাতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজে রাজ্য সরকারের ৮টি দফতরের ট্যাবলোর মধ্যে ছটিতেই মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হয়। সেই ঘটনাতেও বিতর্ক তৈরি হয়েছিল।   

.