CV Ananda Bose: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

কে করবেন তদন্ত?বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তবর্তীকালীন উপাচার্য।   

Updated By: Jul 2, 2023, 12:13 AM IST
CV Ananda Bose: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারির পর,  অন্তর্বর্তীকালীন উপাচার্য হয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের। ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কে করবেন তদন্ত? বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তবর্তীকালীন উপাচার্য। 

আরও পড়ুন:  Sovan Chatterjee and Ratna Chatterjee: আদালতে তীব্র বাদানুবাদ শোভন-রত্নার, চুপ থাকলেন না বৈশাখীও!

এসএসসি নিয়োগকাণ্ডে এখন জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অগস্টে শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসের যান সিবিআই আধিকারিকরা। কেন? উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের সরকারি আবাসনে তল্লাশি চালান তদন্তকারীরা। প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। ১৯ সেপ্টেম্বর এসএসসি নিয়োগকাণ্ডে গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যকে। 

ব্যবধান সপ্তাহ খানেকের।  সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারির পর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হন ওমপ্রকাশ মিশ্র। ৩ মাস দায়িত্বে ছিলেন তিনি। রাজ্যের সুপারিশ মেনে নিয়োগে অনুমতি দিয়েছিলেন আচার্য।  তাহলে? সূত্রের খবর,  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য থাকাকালীন ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে দুর্নীতি, বেনিয়ম-সহ যাবতীয় অভিযোগেরই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদাধিকারী তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: মোট ১,১৩৭ কোম্পানি বাহিনীতে পঞ্চায়েত ভোট!

এর আগে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তখন সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখান টিএমসিপি-র সদস্যরা। ওঠে গো-ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, ‘মুখ্যমন্ত্রীকে কিছু না জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল'।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.