ফণির আতঙ্ক কাটিয়ে চালু হল কলকাতা বিমানবন্দরের পরিষেবা

শুক্রবার বিকেল চারটে থেকে কলকাতা বিমানবন্দরের সব উড়ান বাতিল করা হয়

Updated By: May 4, 2019, 08:51 AM IST
ফণির আতঙ্ক কাটিয়ে চালু হল কলকাতা বিমানবন্দরের পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: ফণির কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছিল কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা। শনিবার সকাল আটটা নাগাদ তা ফের চালু করা হল।

আরও পড়ুন-ফণির ঝাপটা এভারেস্টে, প্রবল হাওয়ায় উড়ে গেল পর্বতারোহীদের তাঁবু

উল্লেখ্য, শুক্রবার বিকেল চারটে থেকে কলকাতা বিমানবন্দরের সব উড়ান বাতিল করা হয়। তা বন্ধ থাকার কথা ছিল শনিবার সন্ধে ছটা পর্যন্ত। এর ফলে বাতিল হয় ২২৭টি উড়ান। ফলে বিপাকে পড়েন যাত্রীরা। কিন্তু তার আগেই চালু হয়ে গেল পরিষেবা। যাত্রীরাও আসতে শুরু করেছেন বিমানবন্দরে।

আরও পড়ুন-এযাত্রায় রক্ষা! কলকাতাকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে ফণি

কলকাতাকে পাস কটিয়ে বাংলাদেশের দিকে চলে গিয়েছে ফণি। কিন্তু তার পরেই কলকাতায় বইছে ঝোড়ো হাওয়া। ফলে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে।

এদিকে, হাওড়া থেকে দক্ষিণপূর্ব রেলের যেসব ট্রেন ওড়িশা হয়ে যায় তা বাতিল করা হয়েছিল। এখনও সেইসব ট্রেনের অধিকাংশই এখনও বাতিল হয়ে রয়েছে। ফলে দূরপাল্লার যাত্রীরা এখনও আটকে রয়েছেন হাওড়া স্টেশনে।

.