Cyclone Gulab: ধেয়ে আসছে সাইক্লোন গুলাব, এর আগে কোন কোন ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে বাংলা?
এর আগেও ভয়াবহ সাইক্লোনের মুখোমুখি হয়েছে বঙ্গোপসাগর উপকূল।
নিজস্ব প্রতিবেদন: আরও একবার দুর্যোগের আশঙ্কা। জোড়া নিম্নচাপ পরিণত হতে পারে সাইক্লোনে। রবিবার থেকে বৃষ্টি শুরু। চলবে বুধবার পর্যন্ত। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্য়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন গুলাব (Cyclone Gulab)। এর আগেও ভয়াবহ সাইক্লোনের মুখোমুখি হয়েছে বঙ্গোপসাগর উপকূল।
ইয়াস- ২৬,মে ২০২১, ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়া বন্দরে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ২০ জনের। ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বাংলাদেশ এবং নেপাল। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৮০ কোটি টাকা ।
আমপান- ২০ মে , ২০২০, পশ্চিমবঙ্গের বকখালিতে ১৫৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ১২৮ জনের। ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্দামান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৪ হাজার কোটি টাকা।
আরও পড়ুন, Cyclone Gulab: ভারী বৃষ্টির পূর্বাভাস, রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের
ফণি- ২ মে, ২০১৯, ওড়িশার পুরীতে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ৮৯ জনের। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয় ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা।
আয়লা- ২৫ মে, ২০০৯, সাগর দ্বীপে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ৩৩৯ জনের। ক্ষয়ক্ষতির পরিমাণ, আনুমানিক ১০০ কোটি টাকা। মূলত সুন্দরবন সহ ভারত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত।।
তিতলি- ১১ অক্টোবর, ২০১৮ সালে অন্ধ্রের পলাসার কাছে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ৮৫ জনের। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৯২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয় অন্ধ্র প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ।
আরও পড়ুন, Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত! কলকাতা-সহ এই জেলাগুলোতে প্রবল বৃষ্টির সতর্কতা
হুদহুদ- ১২ অক্টোবর, ২০১৪-য় অন্ধ্রের বিশাখাপত্তনমে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ১২৪ জনের। আনুমানিক ৪০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, আন্দামান-নিকোবর, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নেপাল।
ফিলিন- ১২ অক্টোবর, ২০১৩-য় ওড়িশার গোপালপুরে ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ৪৫ জনের। ক্ষতিগ্রস্ত ওড়িশা, নেপাল, থাইল্যান্ড, মায়ানমার। ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৪৫০ কোটি টাকা।
তবে রাজ্যে সরাসরি পড়বে না দুর্যোগের প্রভাব। কারণ ঘূর্ণিঝড়ের পরেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নিম্নচাপ হিসাবে সেটি আছড়ে পড়বে রাজ্যে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)