Akash Magharia Corona Positive: ফের কলকাতা পুলিসে করোনার থাবা, এবার আক্রান্ত IPS আকাশ মাঘারিয়া

কলকাতা পুলিসে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩

Updated By: Jan 2, 2022, 11:18 PM IST
Akash Magharia Corona Positive: ফের কলকাতা পুলিসে করোনার থাবা, এবার আক্রান্ত IPS আকাশ মাঘারিয়া

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। কলকাতা পুলিসে আরও ১২ পুলিস কর্মী করোনা আক্রন্ত। তাঁদের মধ্যে রয়েছেন ৪ আইপিএস। কলকাতা পুলিসে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩।

স্বাস্থ দফতরের (Health Department of West Bengal) রিপোর্ট অনুযায়ী, রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। শনিবার এই সংখ্য়াটা ছিল ৪৫১২। একই সঙ্গে কলকাতায় ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গোটা রাজ্যের মধ্যে পজিটিভিটি রেটে শীর্ষে এই শহর। 

রবিবার কলকাতায় পজিটিভিটি রেট ৩২.৮ শতাংশ। তুলনায় হাওড়ায় ২২.৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৯ শতাংশ, পশ্চিম বর্ধমানে ১৩ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ও বীরভূমে ১২.৩ শতাংশ, হুগলীতে ১০.৫ শতাংশ।  স্বাস্থ দফতরের (Health Department of West Bengal) রবিবারের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২৪০৭ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। পডিটিভিটি রেট ১৫.৯৩ শতাংশ।  

কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০২৭ জন। করোনা মুক্ত হয়েছেন ১১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দেশে অনেকটা বেড়ে গিয়েছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ২২ হাজার ৮০১ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২২৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ২০ জন।

আরও পড়ুন: Kolkata Metro Covid Restriction: সোমবার থেকে কলকাতা মেট্রোয় বন্ধ হচ্ছে এই পরিষেবা

আরও পড়ুন: West Bengal Covid Restriction: সোমবার থেকেই রাজ্যে বন্ধ হচ্ছে কোন কোন পরিষেবা? কোথায় কী নিয়মবিধি? রইল তালিকা

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.