Dhupguri: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে সিলমোহর

 'ধূপগুড়ি ও বানারহাট ব্লক নিয়ে এই মহকুমা তৈরি করা হবে', জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।  

Updated By: Oct 12, 2023, 11:27 PM IST
Dhupguri: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে সিলমোহর

সুতপা সেন: মুখ্য়মন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে এবার সিলমোহর পড়ল মন্ত্রিসভার বৈঠকে। 'ধূপগুড়ি ও বানারহাট ব্লক নিয়ে এই মহকুমা তৈরি করা হবে', জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুন:  BJP: রাজ্য নেতাদের ছবিতে জুতো, লাথি! তুমুল বিক্ষোভ এবার বিজেপির সদর দফতরে...

বছর ঘুরতেই ফের ভোট! ঘাসফুল ফুটেছে এবার ধুপগুড়িতেও। উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। 

এদিকে উপনির্বাচনের ফল ঘোষণার পর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, 'ধুপগুড়ি যেহেতু ভোটের সময় আমরা বলেছিলাম, মহকুমা হবে। ধুপগুড়িতে মহকুমা হচ্ছে। ধূপগুড়ি, বানারহাটের কিছু অংশ নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে, মহকুমা হচ্ছে। প্রক্রিয়া চলছে'।

আরও পড়ুন:  Amit Shah: কলকাতায় পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ!

পুজোর আগে রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক হল আজ, বৃহস্পতিবার। বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, 'ধুপগুড়ি মহকুমা, যেটা এর আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আজকে সেটা ক্যাবিনেটে পাশ হল। দুটি ব্লক নিয়ে, একটা হচ্ছে ধূপগুড়ি আর একটা হচ্ছে বানারহাট, ধূপগুড়ি মহকুমা কাজ শুরু করল। অবিলম্বে সবরকম পরিকাঠামো তৈরি করে, রাজ্য সরকার মহকুমার সুবিধা ধূপগুড়িবাসীকে তুলে দেবে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.