নিজের এক মাসের বেতন পিএম ফান্ডে জমা করলেন দিলীপ ঘোষ

তিনি একটি চিঠি দিয়ে জানিয়েছেন, নিজের এক মাসের বেতন এক লক্ষ টাকা পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে জমা করার কথা। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Apr 2, 2020, 05:34 PM IST
 নিজের এক মাসের বেতন পিএম ফান্ডে জমা করলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে করোনা সংক্রামিতের সংখ্যা বাড়ছে। ক্রমশ কঠিন হচ্ছে চ্যালেঞ্জ। এই অবস্থায় নিজেদের এক মাসের বেতন প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে জমা করছেন মন্ত্রী বিধায়করা। এবার নিজের এক মাসের বেতন দিল বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। 

তিনি একটি চিঠি দিয়ে জানিয়েছেন, নিজের এক মাসের বেতন এক লক্ষ টাকা পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে জমা করার কথা। 

ইতিমধ্যেই করোনার সঙ্গে লড়াইয়ে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে পাঁচ লক্ষ টাকা জমা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

লকডাউনে চায়ের দোকানে আড্ডা, পাড়ার মোড়ে নেশা! জটলা হঠাতে গিয়ে মার খেল পুলিস
তিনি বলেছেন, তিনি একজন বিধায়ক হিসাবে বা মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বেতন নেন না। সাত বারের সাংসদ হয়েও পেনশন নেন না। আর এই পরিস্থিতি দেশের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। তিনি সাহায্যের জন্য সকল দেশবাসীর কাছে আবেদন করেছেন।
করোনা-লড়াইয়ে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা জোগাড় করতে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
বহু সেলিব্রেটিও রিলিফ ফান্ডে টাকা দিয়েছেন। 
... 

.