'পাগলামির সীমা থাকে,' Saumitra-কে 'জোকার' কটাক্ষ Dilip-র
সৌমিত্রকে 'জোকার' বলেও কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে যেভাবে সৌমিত্র খাঁ (Saumitra Khan) ফেসবুক লাইভে আক্রমণ করেছেন তা মোটেও ভালো চোখে নিচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি। দলীয় শৃঙ্খলাভঙ্গে বৃহস্পতিবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। দিলীপ (Dilip Ghosh) বলেন,'পার্টির জন্য কেউ অপরিহার্য নয়।'
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,'যুব নেতা তো এই ধরনের অর্বাচীন কাজকর্ম করাটা স্বাভাবিক। বিজেপিতে এসেছেন। বুঝতে সময় লাগবে। প্রথম প্রথম সব দোষ মাফ করে দিই আমরা। তাঁর বয়সের সঙ্গে ম্যাচুরিটি না আসলে পার্টিতে ব্যবস্থা আছে। পাগলামির সীমা থাকে। অনেকবার ছেড়েছেন অনেকবার যোগ দিয়েছেন।'
সৌমিত্রকে 'জোকার' বলেও কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়,'রাজনীতিতে জোকারদের গুরুত্ব থাকে সবসময়। নিজের ওজন কমানো ঠিক নয়। পার্টি যে যোগ্যতা ও সম্মান দিয়েছে তার মর্যাদা রক্ষা করা উচিত। নইলে পার্টি ছেড়ে দেবে। পার্টির জন্য কেউ অপরিহার্য নয়। সমাজও ছেড়ে দেবে। এরকম অনেক নেতা হারিয়ে গিয়েছেন। কেউ যদি মনে করে আমার জন্য সব কিছু চলছে, এটা ঠিক নয়।'
বুধবার ফেসবুকে সৌমিত্র (Saumitra Khan) বলেছিলেন, 'এক নেতা এসেছেন, যিনি বলছেন তাঁর নেতৃত্বে সব কিছু হয়েছে। এই যিনি বিধানসভার দলনেতা হয়েছেন তিনি নিজেকে জাহির করছেন, দলকে নয়। যেভাবে চলছে তাতে যুবমোর্চার সভাপতি হিসেবে লড়াই করা মুশকিল হয়ে উঠছে।তিনি দিল্লি যাচ্ছেন বারবার। নেতাদের ভুল বুঝিয়ে প্রমাণ করতে চাইছেন তিনিই সবচেয়ে বড় নেতা। তিনি একসময় তৃণমূলে বড় নেতা দেখিয়েছেন।' দিলীপ ঘোষকে নিয়ে বিষ্ণুপুরের সাংসদ বলেছিলেন,'সভাপতিকে বললেও অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না। বাংলা বিজেপি যেভাবে চলছে, তাতে ভালো কিছু হবে না।'
আরও পড়ুন- হোম নির্মাণে ৩.৪১ কোটি! কাটমানির টাকায় ঠিকাদারের রাজপ্রাসাদ? রাজ্যকে বলল হাইকোর্ট