'দিদিমণির পাঠশালায় যাচ্ছি', সর্বদল বৈঠককে কটাক্ষ দিলীপের

আজকের সর্বদল বৈঠকে বিজেপি কী কী ইস্যু নিয়ে সরব হবে, সেকথাও জানান দিলীপ ঘোষ। 

Reported By: অঞ্জন রায় | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 24, 2020, 03:27 PM IST
'দিদিমণির পাঠশালায় যাচ্ছি', সর্বদল বৈঠককে কটাক্ষ দিলীপের
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠককে 'দিদিমণির পাঠশালা' বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বিজেপির পক্ষ থেকে এদিনের বৈঠকে যোগ দেবেন দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা, জয়প্রকাশ মজুমদার। বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষের সুরে বলতে শোনা যায়, "দিদিমণির পাঠশালা দেখতে যাচ্ছি। পার্লামেন্টেও গিয়েছিলাম। বিধানসভাতেও গিয়েছি। এটা আর নতূন কী? দিদিমণির পাঠশালায় ডেকেছে, যাবও।"

আজকের সর্বদল বৈঠকে বিজেপি কী কী ইস্যু নিয়ে সরব হবে, সেকথাও জানান দিলীপ ঘোষ। বলেন, "নানারকম দুর্নীতি হয়েছে। তৃণমূলের আত্মীয়া টাকা পেয়েছেন। আমরা বিডিও অফিস থেকে তালিকা জোগাড় করার চেষ্টা করেছি সব। আমাদের কর্মীরা ত্রাণ দিতে গিয়ে বার বার আক্রান্ত হচ্ছে। সেইসব নিয়ে বলব।"

প্রসঙ্গত, সর্বদল বৈঠকে যোগ দিতে আসার জন্য সোমবার দিলীপ ঘোষকে ফোন করে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৩ মিনিটের ফোনে কথা হয় দুই নেতৃত্বের। মুখ্যমন্ত্রীর ফোনেই পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে বৈঠকে আসার বিষয়ে সম্মতি জানান বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে বৈঠকে নিজেদের মতামত রাখবেন বলেও জানান তিনি। 

সূত্রের খবর, সোমবার বিকেল নাগাদ মুখ্য়মন্ত্রী যখন দিলীপ ঘোষকে ফোন করেন, তখন শুরুতে বিজেপির রাজ্য সভাপতি জানান যে, বুধবার দলীয় কর্মসূচিতে মেদিনীপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর। উত্তরে মুখ্য়মন্ত্রী বলেন, "ওসব পরে হবে , বৈঠকে আসবেন।" এরপরই মেদিনীপুরের কর্মসূচি বাতিল করে বৈঠকে উপস্থিত থাকার আশ্বাস দেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ১৩ মার্চের পর আজ ফের সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সর্বদল বৈঠকে প্রতি দলের ২ জন করে প্রতিনিধি থাকবেন। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৪,৭২৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন মোট ৫৮০ জন। সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯,২১৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এমন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৯৩০ জন।

সর্বদল বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এদিন দিলীপ ঘোষ করোনায় বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তোপ দাগেন রাজ্য সরকারের উদ্দেশে। বলেন, "তমোনাশ ঘোষের মৃত্যু দুর্ভাগ্যজনক ৷ ১ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সরকার ভিআইপিদেরও চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা কর‍তে পারছে না। এটা ব্যর্থতা।"

 রাজ্য রাজনীতির আরও খবর পড়ুন, 

'মারের বদলা মার, এটাই শ্যামাপ্রসাদের শিক্ষা', শ্রদ্ধাঞ্জলি দিয়ে হুঙ্কার দিলীপের

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বাদ বাংলা! কেন্দ্রের বিরোধিতায় মমতার 'পাশে' বাম-কংগ্রেস

নমো আছেন, আছেন দিলীপ-নাড্ডা, বঙ্গবিজেপির পোস্টারে বাদ পড়লেন শুধু ‘চাণক্যই’,রহস্য কী?

.