পরনে সাদা টি-শার্ট ও শর্টস, সাত সকালে বাণ মারলেন দিলীপ ঘোষ
এদিন সাইয়ে অভ্যাসরত তীনন্দাজদের তীর ধনুক নিয়ে রীতিমতো ধনুর্ধরের ভূমিকায় অবতীর্ণ হন দিলীপবাবু। বুলস আইতে রীতিমতো তীর ছুঁড়তে দেখা যায় তাঁকে।
অঞ্জন রায়
বিধাননগরে সাই এর ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে তীরন্দাজের ভূমিকায় মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। রীতিমতো টি শার্ট আর শর্টস পরে লক্ষ্য বিঁধলেন তিনি। চাওয়া-পাওয়া নিয়ে কথা বললেন কর্তৃপক্ষের সঙ্গে।
পূর্ব ভারতে ক্রীড়া প্রশিক্ষণের সব থেকে বড় কেন্দ্র বিধাননগরের সাই। সোমবার সকালে সেখানেই হাজির হন দিলীপবাবু। কথা বলেন, সাইয়ের কলকাতা কেন্দ্রের কর্তাদের সঙ্গে। সেখানকার পারিকাঠামো উন্নয়ন সম্পর্কে খোঁজ নেন। জানেন অভাব অভিযোগও। সম্প্রতি সাইয়ের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে কথা বলবেন বলে আস্বস্ত করেছেন তিনি।
জেনে নিন ভাইফোঁটার দিন - ক্ষণ, নির্ঘণ্ট
এদিন সাইয়ে অভ্যাসরত তীনন্দাজদের তীর ধনুক নিয়ে রীতিমতো ধনুর্ধরের ভূমিকায় অবতীর্ণ হন দিলীপবাবু। বুলস আইতে রীতিমতো তীর ছুঁড়তে দেখা যায় তাঁকে।