বিধানসভার বিশেষ অধিবেশনে চিটফান্ড নিয়ে নয়া বিল পেশ মঙ্গলবার
চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে নতুন বিল আনতে আজ থেকে শুরু হল বিধানসভার বিশেষ অধিবেশন। প্রথমদিন শোকজ্ঞাপন করেই শেষ দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন। মঙ্গলবার বিধানসভায় পেশ করা হবে বিলটি।
চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে নতুন বিল আনতে আজ থেকে শুরু হল বিধানসভার বিশেষ অধিবেশন। প্রথমদিন শোকজ্ঞাপন করেই শেষ দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন। মঙ্গলবার বিধানসভায় পেশ করা হবে বিলটি।
তার আগে দুহাজার নয়ে বামেদের আনা চিটফান্ড কেলেঙ্কারি রুখতে আর্থিক বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে। ইতিমধ্যে প্রস্তাবিত নতুন বিলটিকে ঘিরে প্রশাসনিক-রাজনৈতিক এবং আইনজ্ঞ মহলে বিতর্ক শুরু হয়েছে।
সরকারের দাবি, এই বিল আইনে পরিণত হওয়ার পর সারদা গোষ্ঠী সহ বিভিন্ন সংস্থার আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে। অন্যদিকে বাম শিবিরের দাবি, কোনওভাবেই এর মাধ্যমে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, যেহেতু সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর নতুন বিল আনছে সরকার, তাই সংবিধান অনুযায়ী নতুন আইনে প্রস্তাবিত শাস্তি সারদা কর্তাদের বিরুদ্ধে প্রয়োগ করা যাবে না।