টেটের ফর্ম ভরায় জটিলতা কাটল ডি.এল.এড ও ডি.এড স্পেশাল এডুকেশনের পড়ুয়াদের

Updated By: Oct 27, 2017, 08:40 PM IST
টেটের ফর্ম ভরায় জটিলতা কাটল ডি.এল.এড ও ডি.এড স্পেশাল এডুকেশনের পড়ুয়াদের

নিজেস্ব প্রতিনিধি : রাজ্যের ডি.এল.এড ও ডি.এড স্পেশাল এডুকেশন পড়ুয়াদের কিছুটা হলেও স্বস্তি মিলল। টেট পরীক্ষায় ফর্ম ফিলাপের সুযোগ থাকছে তাঁদের। দু'বছরের প্রশিক্ষণ নেওয়ার পরেও ফল প্রকাশ হয়নি। তাই ডি.এল.এড পড়ুয়াদের হাতে এখনও শংসাপত্র নেই। অথচ ২৯ অক্টোবর টেটের ফর্ম পূরণের শেষ দিন। সেদিকে তাকিয়েই ফর্ম ফিলাপের অনুমতি দিলেন বিচারপতি অরিজিত্ ব্যানার্জি।

আরও পড়ুন- নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত এক শিশু সহ ৩

এদিকে, আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি ডি.এড স্পেশাল এডুকেশন পড়ুয়াদেরও। ডি.এড স্পেশাল এডুকেশন পড়ুয়াদের টেটে বসতে হলে উচ্চ মাধ্যমিকে ৫০% নম্বর বাধ্যতামূলক। এই মর্মে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। রাজ্যের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করা হয়। মামলার নিষ্পত্তির আগে টেটে ফর্ম ফিলাপের অনুমতি দিল হাইকোর্ট। কারণ ২৯ অক্টোবর টেটে ফর্ম ভরার শেষ দিন। ডি.এল.এড ও ডি.এড স্পেশাল এডুকেশনের ২০০ পড়ুয়া মামলা করেছিলেন। আদালতের নির্দেশ শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য।

.