অস্ত্রোপচারে নিম্নমানের সুতো, একের পর এক শিশু মৃত্যুতেও মুখে কুলুপ NRS কর্তৃপক্ষের

সূত্রের খবর, এর আগেও খারাপ সুতোর শিকার আরও ২৩ শিশু। একের পর এক ঘটনায় স্বাভাবিকবাবেই উঠছে বেশ কয়েকটি প্রশ্ন। 

Updated By: Mar 1, 2020, 06:23 PM IST
অস্ত্রোপচারে নিম্নমানের সুতো, একের পর এক শিশু মৃত্যুতেও মুখে কুলুপ NRS কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদন: এনআরএসের সুতোকাণ্ডে একের পর এক গুরুতর মোড়। ফের নিম্নমানের সুতো ব্যবহারে শিশু মৃত্যুর অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। গত বৃহস্পতিবারেও এই একই ঘটনায় মৃত্যু হয়ছিল ১০ দিনের এক শিশুর। সূত্রের খবর, এর আগেও খারাপ সুতোর শিকার আরও ২৩ শিশু। একের পর এক ঘটনায় স্বাভাবিকবাবেই উঠছে বেশ কয়েকটি প্রশ্ন। যদিও এবিষয়ে মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: SSC-তে নয়া নিয়ম, থাকছে না মৌখিক, লিখিত পরীক্ষার ভিত্তিতেই হবে নিয়োগ

১৬ ফেব্রুয়ারি এনআরএস হাসপাতালে ভর্তি হয় মালদার গাজোলের বাসিন্দা ১৮ দিনের শিশু। ১৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয় তার। অভিযোগ, সেলাই ছিঁড়ে যাওয়ায় ২৪ ফেব্রুয়ারি পরিবারকে নতুন সুতো কিনে আনতে বলা হয়। শনিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ পরিবারকে জানানো হয়, মৃত্যু হয়েছে শিশুটির। 

এই ঘটনায় উঠছে বেশ কয়েকটি প্রশ্ন। এখানেই প্রশ্ন কেন বারংবার রোগীর পরিবারকে বাইরে থেকে সুতো কিনতে বলা হয়েছে। এর আগেও নিম্নমানের সুতো ব্যবহার করায় এক শিশুর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার মৃত্যু হয় বাদুড়িয়ার বাসিন্দা দশ দিনের একটি শিশুর। এক্ষেত্রেও ওই একই অভিযোগ ওঠে। এত কিছুর পরেও কেন আরও একটু যত্নবান হল না হাসপাতাল। সরবরাহকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

.