প্রতি আশ্বিনে বাপের বাড়ি আসেন সুচন্দ্রিমা

ফি বছর আশ্বিনে বাপের বাড়ি আসেন । কৈলাস না হলেও বেশ দূর, দীঘা থেকে। না এসে উপায় কি! বাবা নারায়ণ পাল কুমোরটুলির প্রতিমাশিল্পী। প্রবীণ । চোখ আঁকতে হাত কাঁপে। তাই সে ভার নিয়েছেন মেয়ে, সুচন্দ্রিমা।

Updated By: Sep 28, 2011, 04:44 PM IST

ফি বছর আশ্বিনে বাপের বাড়ি আসেন । কৈলাস না হলেও বেশ দূর, দীঘা থেকে। না এসে উপায় কি! বাবা নারায়ণ পাল কুমোরটুলির প্রতিমাশিল্পী। প্রবীণ । চোখ আঁকতে হাত কাঁপে। তাই সে ভার নিয়েছেন মেয়ে, সুচন্দ্রিমা। চোখে কাজল, মাথায় সিঁদুর, পরনে তাঁতের শাড়ি আর হাতে রং-তুলি। কুমোরটুলিতে এ ছবি চোখে পড়বে একমাত্র নারায়ণবাবুর ছোট্ট ঠাকুর-গড়ার দোকানঘরে। শুধু যে দুর্গাপুজো তা-তো নয়,আমাদের বারোমাসে তেরো পার্বন। তাই সুচন্দ্রিমাকে প্রায়ই দীঘা-কলকাতা করতে হয়!

.