সেনা বিতর্কে টুইটে তরজা ইস্টার্ন কমান্ড ও কলকাতা পুলিসের
সেনা বিতর্কে টুইটে তরজা ইস্টার্ন কমান্ড ও কলকাতা পুলিসের। টুইটে সেনার দাবি, গত আঠাশে নভেম্বর সেনার টোলপ্লাজা কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু পুলিসের অনুরোধে কর্মসূচির দিন বদলে পয়লা ডিসেম্বর করা হয়।
ওয়েব ডেস্ক: সেনা বিতর্কে টুইটে তরজা ইস্টার্ন কমান্ড ও কলকাতা পুলিসের। টুইটে সেনার দাবি, গত আঠাশে নভেম্বর সেনার টোলপ্লাজা কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু পুলিসের অনুরোধে কর্মসূচির দিন বদলে পয়লা ডিসেম্বর করা হয়।
আরও পড়ুন বিদ্যাসাগর সেতু থেকে সেনা না সরলে রাতে নবান্ন ছাড়বেন না মমতা!
অন্যদিকে কলকাতা পুলিসের টুইট, পুলিসের চিঠিতে সেনা কর্মসূচির দিন বদলানোর অনুরোধ ছিল কীনা, টুইটে তা স্পষ্ট নয়। এই প্রসঙ্গে বলা যায়, গত আঠাশে নভেম্বর নোট বাতিলের প্রতিবাদে বারো ঘণ্টার বনধ ডেকেছিল বামেরা। পথে নেমে প্রতিবাদ কর্মসূচি নেয় তৃণমূল ও কংগ্রেস। সবমিলিয়ে জমে উঠেছে দুই তরফেরই তরজা। দেখার শেষ পর্যন্ত এই তরজা কোথায় গিয়ে দাঁড়ায়।
আরও পড়ুন প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনতে রাজ্যের অফিসারদের সম্পত্তি সংক্রান্ত তথ্য মিলবে ওয়েবসাইটে