সারদাকাণ্ডে এবার ৬ জনকে একসঙ্গে তলব ইডি-র

আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Jul 15, 2019, 12:58 PM IST
সারদাকাণ্ডে এবার ৬ জনকে একসঙ্গে তলব ইডি-র

নিজস্ব প্রতিবেদন:  সারদাকাণ্ডে আরও তত্পর ইডি। একসঙ্গে এবার ৬জনকে নোটিস পাঠালেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করাহল তৃণমূল সাংসদ শতাব্দী রায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ফুটবল ক্লাবকর্তা দেবব্রত সরকার, ব্যবসায়ী বাবা-ছেলে সজ্জন আগরওয়াল ও সন্ধীর আগরওয়াল ও বারুইপুরের সারদার এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বাকে। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, শতাব্দী বাদ দিয়ে বাকি ৫ জনকেই এর আগে সারদা মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। আর্থিকভাবে কারা কারা লাভবান হয়েছেন, আমানতকারীদের টাকা শেষমেশ কোথায় গিয়ে পৌঁছেছে, তা জানতেই এই ৬ জনকে জিজ্ঞাসাবাদ করার জরুরি বলে মনে করছে ইডি।

ভাটপাড়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ, এলাকায় বোমাবাজি, পরিস্থিতি সামলাতে পুলিসের গুলি

 

সম্প্রতি সারদা মামলায় সুদীপ্ত সেন ও দেবযানীর সঙ্গে কথা বলে এসেছেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ইডি-র হাতে। এই ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে সেগুলি যাচাই করে নিতে চান তদন্তকারীরা।

 

.