যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন অভিযুক্ত চতুর্থ শ্রেণির এক কর্মী। 

Updated By: Jul 23, 2021, 04:14 PM IST
যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী

নিজস্ব প্রতিবেদন: ফের চুরির অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবারে চুরির অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন অভিযুক্ত চতুর্থ শ্রেণির এক কর্মী। পরে তাকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। 

ধৃতের নাম শুকদেব নস্কর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সার্ভে ও সয়েল বিভাগের ল্যাব থেকে প্রায় ৩০ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। তারপরেই সতর্ক হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরেই অভিযোগ দায়ের হয় যাদবপুর থানায়। 

আরও পড়ুন, হাফ প্যান্ট পরে থাকায় অভিযোগ নিতে অস্বীকার, ফুল প্যান্ট পরার নির্দেশ কসবা থানার

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, শুক্রবার সকালে ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের ল্যাবের দরজা খোলা দেখা যায়। তিনটে তালাও ভাঙা ছিল। সেখানেই পাওয়া যায় গ্রুপ ডি কর্মী সুখদেব নস্করকে। এরপরেই তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। 

পুলিস বিশ্ববিদ্যালয়ের সমস্ত ল্যাব পরীক্ষা করে দেখছে। অভিযুক্তের কাছে যে দুটো ব্যাগ পাওয়া গিয়েছে তাও খতিয়ে দেখছে পুলিস। এর সঙ্গে কোনও চক্র জড়িত আছে কি না তাও পুলিশ খতিয়ে দেখা হচ্ছে। যদিও চুরির বিষয়টি অস্বীকার করেছে সুখদেব নস্কর। 

.