দুর্ঘটনার তত্ব মেনে নিতে পারছে না মৃত অনিমেষ রায়ের পরিবার

নিছক দুর্ঘটনা নয়। র‍্যাগিং করে খুন করা হয়েছে তাঁর ছেলেকে। অভিযোগ তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের মৃত ছাত্র অংশু শ্রীবাস্তবের বাবার। দুর্ঘটনার তত্ব মেনে নিতে পারছেনা মৃত অনিমেষ রায়ের পরিবারও।

Updated By: May 6, 2017, 08:15 PM IST
দুর্ঘটনার তত্ব মেনে নিতে পারছে না মৃত অনিমেষ রায়ের পরিবার

ওয়েব ডেস্ক: নিছক দুর্ঘটনা নয়। র‍্যাগিং করে খুন করা হয়েছে তাঁর ছেলেকে। অভিযোগ তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের মৃত ছাত্র অংশু শ্রীবাস্তবের বাবার। দুর্ঘটনার তত্ব মেনে নিতে পারছেনা মৃত অনিমেষ রায়ের পরিবারও।

কেন এই পরিণতি হল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের দুই ছাত্রের? শুক্রবার তারাতলার ক্যাম্পাসের মধ্যেই একটি পুকুরে ডুবে মৃত্যু হয় অংশু শ্রীবাস্তব ও অনিমেষ রায়ের।  বেঁচে যান তাদের আরেক বন্ধু। কিন্তু এমন দুর্ঘটনা হল?

কিন্তু প্রশ্ন উঠছে, প্রথম বছর থেকেই মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়। সাঁতার জানা সত্ত্বেও ওই দুই ছাত্র ডুবে গেলেন কী করে? এখানেই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে মৃত অংশু শ্রীবাস্তরের পরিবার। নিছক দুর্ঘটনার কথা মানতে নারাজ মৃত অনিমেষ রায়ের পরিবারও। ঠিক কী হয়েছিল দুই ছাত্রের...তদন্ত করে দেখছে পুলিস।

.