ধর্মতলার বিকল্প পরিকাঠামো কি সম্ভব, প্রশ্ন শহরবাসীর
সুপ্রিম কোর্টের নির্দেশ ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরে যাওয়া অবশ্যম্ভাবী। তবে শহরবাসীর সিংহভাগ মনে করছেন, শুধু টার্মিনাস সরালেই চলবেনা। ধর্মতলার সমমানের পরিকাঠামোও গড়ে তুলতে হবে বিকল্প টার্মিনাসে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরে যাওয়া অবশ্যম্ভাবী। তবে শহরবাসীর সিংহভাগ মনে করছেন, শুধু টার্মিনাস সরালেই চলবেনা।
ধর্মতলার সমমানের পরিকাঠামোও গড়ে তুলতে হবে বিকল্প টার্মিনাসে। পাশাপাশি, শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে বাস টার্মিনাসকে কেন্দ্র করে মিনিবাস,ট্যাক্সিস্ট্যান্ড, দোকান, বাজার, শপিং মল সহ যে বাণিজ্যিক আদানপ্রদান চলে, তার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠছে। কয়েকলক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই বিষয়গুলির সমাধান করে রাজ্যের পূর্ত দফতর কতদিনে ধর্মতলা থেকে টার্মিনাস পুরোপুরি সরিয়ে ফেলতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।