Arpita Mukherjee, Exclusive: ৮ দিনেই ৩০ এলআইসি! বিমায় ৮১ লক্ষ টাকা বিনিয়োগ অর্পিতার
সবকটি পলিসির প্রিমিয়াম দিয়েছিলেন নগদে। এক্সক্লুসিভ তথ্য জি ২৪ ঘণ্টার হাতে।
সঞ্জয় ভদ্র: প্রতিটি পলিসিরই নমিনি 'আঙ্কেল' পার্থ চট্টোপাধ্যায়! কতগুলি এলআইসি পলিসি রয়েছে অর্পিতা মুখোপাধ্য়ায়ের? বিমায় কত টাকার বিনিয়োগ? এক্সক্লুসিভ তথ্য জি ২৪ ঘণ্টার হাতে।
ফের জামিনের আবেদন খারিজ পার্থ-অর্পিতার। দু'জনকেই এবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ১৮ অগাস্ট পর্যন্ত পার্থ থাকবেন প্রেসিডেন্সি সংশোধানাগারে, আর অর্পিতা আলিপুর মহিলা সংশোধানাগারে। রাতেই ইডি হেফাজত থেকে সংশোধানারে নিয়ে যাওয়া হয় তাঁদের।
ইডি সূত্রে খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্য়াট থেকে প্রথমে ৩১টি এলআইসি পলিসির নথি পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, সেই পলিসি নমিনি আবার পার্থ চট্টোপাধ্যায়! তাহলে দু'জনের মধ্য়ে সম্পর্কটা ঠিক কী? ধন্দে পড়ে গিয়েছিল তদন্তকারী। কিন্তু বিমার নথি যিনি পলিসি করেছেন, এবং যাঁকে নমিনি করা হয়েছে, তাঁদের সম্পর্ক উল্লেখ থাকে না। শেষপর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দেওয়ার রহস্যে পর্দাফাঁস হয়। জানা যায়, পলিসির নথি পার্থ চট্টোপাধ্যায় 'আঙ্কেল' বলে উল্লেখ করেছেন অর্পিতা!
এবার প্রকাশ্যে এল আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, ৩১ নয়, ৩৩ টি এলআইসি পলিসি রয়েছে অর্পিতার। ২০১২ সালেই ৩০ পলিসি করেন তিনি, তাও মাত্র ৮ দিনের ব্য়বধানে! বাকি ৩ পলিসি করা হয় ২০১৫ সালে। সবকটি পলিসিই সিঙ্গল প্রিমিয়াম অর্থাৎ একবার প্রিমিয়াম দিতে হয়। শুধু তাই নয়, সেই প্রিমিয়ামের টাকা নগদে দিয়েছিলেন অর্পিতা। বিনিয়োগের পরিমাণ ৮১ লক্ষ ৫০ হাজার টাকা। ৩০টি পলিসি ইতিমধ্যেই ম্যাচিওর করে গিয়েছে। সেই বাবদ ৫৬ লক্ষ টাকা জমা পড়েছে অর্পিতার অ্য়াকাউন্টে। কোন ব্য়াঙ্কে? কীভাবে এনএএফটির মাধ্যমে ইন্ডিয়ান ওভারসিজ ব্য়াঙ্কের ডানলপ শাখায়।
এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, প্রভাবশালী তকম মুছে ফেলতে বিধায়ক পদ ছাড়তেও রাজি প্রাক্তন মন্ত্রী। সওয়াল করেন, 'পার্থ এখন ভিক্টিম। তিনি যে অর্পিতার সঙ্গে বিভিন্ন কোম্পানির অংশীদার বলে দাবি করা হচ্ছে, সেইসব নথি জাল'। পার্থ চট্টোপাধ্যায়কে জমিন দেওয়ার আবেদন করেন তাঁর আইজীবী। পাল্টা সওয়ালে ইডির আইনজীবী বলেন, অ্যারেস্ট মেমোতে পার্থ নিজেই জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট। সেকারেই তাঁকে জামিন দেওয়া যাবে না।
আরও পড়ুন: Tathagata Roy: 'প্রমাণ করুন, মমতার সঙ্গে বোঝাপড়া নেই', সরাসরি মোদীকে চ্যালেঞ্জ তথাগতের
এদিকে অর্পিতা মুখোপাধ্যায়ে আবার প্রাণ সংশয় রয়েছে দাবি করেন তাঁর আইনজীবী। তাঁর দাবি, অর্পিতাকে ডিভিশন ওয়ান বন্দি হিসেবে গণ্য করা হোক। এই দাবি সমর্থন করেন ইডির আইনজীবীও। স্রেফ জেল হেফাজত নয়, সংশোধানাগারে অর্পিতার নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছে আদালত।