যশোর রোড থেকে উদ্ধার হল জাল নোট

ফের উদ্ধার জাল নোট। আজ সকালে যশোর রোডের এইচএমভির কাছে আটক করা হয় পাঁচশো এবং হাজার টাকার বেশ কিছু জাল নোট।

Updated By: Nov 21, 2011, 12:29 PM IST

ফের উদ্ধার জাল নোট। আজ সকালে যশোর রোডের এইচএমভির কাছে আটক করা হয় পাঁচশো এবং হাজার টাকার বেশ কিছু জাল নোট। স্থানীয় ব্যবসায়ীদের তত্পরতায় ঘটনাস্থলেই আটক করা হয় দুজনকে। এরপর দমদম থানায় খবর দেন ব্যবসায়ীরা।

.