বিক্রি হত বিপুল দামে, মানিকতলায় ১৫টি Oxygen সিলিন্ডার আটক করল EB

এই বিক্রির সঙ্গে জড়িয়ে রয়েছে একটি চক্র। যারা ওইসব খালি সিলিন্ডার কিনত তাদের সন্ধান করছে পুলিস

Updated By: Apr 25, 2021, 01:08 PM IST
বিক্রি হত বিপুল দামে, মানিকতলায় ১৫টি  Oxygen সিলিন্ডার আটক করল EB

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে তীব্র আকাল অক্সিজেনের। দেশজুড়ে একই অবস্থা। এরকম এক পরিস্থিতিতে অক্সিজেনের মজুত ও কালোবাজারি রুখতে ময়দানে নামল কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ। তাতেই মানিকতলায় একটি খালি অক্সিজেন সিলিন্ডার(Oxygen Cylinder) বিক্রি চক্রের হদিস মিলল।

আরও পড়ুন-মালবাজারে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু, শহরে কোভিডের শিকার আরও ২

মানিকতলায়(Maniktala) বিধান সরনীতে ইবি-র অভিযানে ধরা পড়ল ৫২ কোজি ওজনের ১৩টি ও ১৫ কেজি ওজনের ২টি খালি অক্সিজেন সিলিন্ডার। 

জানা যাচ্ছে  বিধান সরনীর ওই সংস্থাটির মালিক বিপুল টাকায় বিক্রি করত অক্সিজেন সিলিন্ডার। এক একটি ছোট সিলিন্ডারের দাম নেওয়া হতো ১৮-২০ হাজার টাকা। অন্যদিকে, বড় সিলিন্ডারগুলি বিক্রি হতো আরও চড়া দামে। কখনও কখনও ওইসব সিলিন্ডারের জন্য ৩০-৩৫ হাজার টাকা দাম হাঁকা হতো। 

আরও পড়ুন-দিল্লিতে বাড়তে পারে লকডাউনের দিন? আর্জি জানাল ডিজাস্টার ম্যানেজমেন্ট

এদিকে, এই বিক্রির সঙ্গে জড়িয়ে রয়েছে একটি চক্র। যারা ওইসব খালি সিলিন্ডার কিনতো তাদের সন্ধান করছে পুলিস। সিলিন্ডার বিক্রির কিছু বিলও পুলিসের হাতে এসেছে। খালি অক্সিজেন সিলিন্ডার বিক্রি করা যায় কিনা তা ড্রাগ কন্ট্রোলারের কাছে জানতে চাওয়া হয়েছে। ওই সংস্থার মালিককে লাইসেন্স নিয়ে আসতে বলা হয়েছে।

.