রাতের কলকাতায় প্লাস্টিকের গোডাউনে 'ভয়াবহ' অগ্নিকাণ্ড
গোডাউনে মজুত ছিল প্রচুর দাহ্য বস্তু।
নিজস্ব প্রতিবেদন : রাতের শহরে 'ভয়াবহ' অগ্নিকাণ্ড। আগুন লাগে প্লাস্টিকের গোডাউনে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। এলাকায় আতঙ্ক ছড়ায়। শেষে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
জানা গিয়েছে, ৮ নাম্বার পাগলা ডাঙা পাত্র পাড়ায় অবস্থিত প্লাস্টিকের গোডাউনটি। রাত ১০টা নাগাদ প্রতিবেশীরা আচমকা দেখতে পান, গোডাউনের মধ্যে থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁরাই নিরাপত্তা রক্ষীকে জানান। তিনি গোডাউন মালিককে ফোন করেন। খবর যায় দমকলে।
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু ধোঁয়ার কারণে প্রথমে ঢুকতে সমস্যায় পড়তে হয়। গোডাউনে মজুত ছিল প্রচুর দাহ্য বস্তু। শেষে ঘণ্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন, নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী আইনজীবী, দমদমের আবাসন থেকে উদ্ধার দেহ