বেলঘরিয়ায় সিএসটিসি-র ডিপোয় আগুন

বেলঘরিয়ার সিএসটিসি সদর দফতরে আগুন লাগার ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুললেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Mar 25, 2012, 03:30 PM IST

বেলঘরিয়ার সিএসটিসি সদর দফতরে আগুন লাগার ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুললেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১০টায় আগুন লাগে বেলঘরিয়ায় সিএসটিসি সদর দফতরে। দোতলায় রেকর্ড রুমের জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন নিরাপত্তারক্ষীরা। দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ঘর লাগোয়া সিটুর ইউনিয়ন রুমও। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তাপস রায় এবং সিএসটিসি কর্তারা। পরে যান পরিবহণ মন্ত্রী মদন মিত্র। বন্ধ অফিসের মধ্যে কীভাবে আগুন লাগল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

.