উত্তর কলকাতার কাশীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ সন্ধে ছটা নাগাদ উত্তর কলকাতার কাশীপুরে পঞ্চাশ নম্বর লকগেট এলাকায় রঙের কারখানায় আগুন লাগে। আগুন লাগে প্লাস্টিকের কারখানাতেও। দমকা হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তিতে। পৌঁছয় দমকলের কুড়িটি ইঞ্জিন। প্রবল বৃষ্টিতে জল জমায় উত্তর ও মধ্য কলকাতায় যানজটের সৃষ্টি হয়।
ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ সন্ধে ছটা নাগাদ উত্তর কলকাতার কাশীপুরে পঞ্চাশ নম্বর লকগেট এলাকায় রঙের কারখানায় আগুন লাগে। আগুন লাগে প্লাস্টিকের কারখানাতেও। দমকা হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তিতে। পৌঁছয় দমকলের কুড়িটি ইঞ্জিন। প্রবল বৃষ্টিতে জল জমায় উত্তর ও মধ্য কলকাতায় যানজটের সৃষ্টি হয়। যার ফলে, ঘটনাস্থলে দেরিতে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকল দেরিতে পৌঁছনোয় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয় বলে জানা গেছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আতঙ্কে এলাকার মানুষ ঘর ছাড়ছেন। এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
কলকাতা জুড়ে যখন বৃষ্টিপাত চলছে তখনই এইখানে আগুন লাগে। অনেকেরই ধারণা বাজ পরার পর শট সার্কিট থেকে এই আগুন লেগেছে। দমকল কর্মীরা দেরীতে এলেও আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছেন। দমকল মন্ত্রী জাভেদ খান আশ্বাস দিয়েছেন দ্রুত আগুন নিভিয়ে ফেলা হবে।