ফের সরকারি হাসপাতালে আগুনের আতঙ্ক

ফের সরকারি হাসপাতালে আগুনের আতঙ্ক। সকাল দশটা নাগাদ RG কর মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিল্ডিংয়ের তিন তলায় আগুন লাগে বলে জানিয়েছেন রোগীর আত্মীয়রা। ময়লা ফেলার জায়গা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। খবর যায় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতাল কর্মীরা। CESC-র আধিকারিকরাও ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।   

Updated By: Sep 5, 2016, 04:33 PM IST
ফের সরকারি হাসপাতালে আগুনের আতঙ্ক

ওয়েব ডেস্ক: ফের সরকারি হাসপাতালে আগুনের আতঙ্ক। সকাল দশটা নাগাদ RG কর মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিল্ডিংয়ের তিন তলায় আগুন লাগে বলে জানিয়েছেন রোগীর আত্মীয়রা। ময়লা ফেলার জায়গা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। খবর যায় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতাল কর্মীরা। CESC-র আধিকারিকরাও ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।   

আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!

মাত্র কিছুদিন আগেই এভাবে আগুন লেগেছিল মুর্শিদাবাদের জেলা হাসপাতালে। সেখানে ঘটনার পরিণতি খুবই খারাপ হয়। কারণ, হাসপাতালে ছিলই না আগুন নেভানোর কোনও ব্যবস্থা। এদিন আতঙ্ক থাকলেও তেমন কোনও ক্ষতির খবর নেই।

আরও পড়ুন  কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!

.