Yaas-Lockdown-র জেরে আগুন দাম বাজারের, কাটাপোনা ১৮০, কাঁচা লঙ্কা ৮০ টাকা

রবিবার কী অবস্থা বাজারের? কোন সবজির কত দাম? মাছের দামই বা কত যাচ্ছে ?    

Updated By: May 30, 2021, 12:17 PM IST
Yaas-Lockdown-র জেরে আগুন দাম বাজারের, কাটাপোনা ১৮০, কাঁচা লঙ্কা ৮০ টাকা

নিজস্ব প্রতিবেদন: করোনার কোপে লকডাউন, যার ফলে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। এরই মাঝে গোদের ওপর বিষ ফোঁড়া ইয়াস। যার জেরে আরও দুর্মূল্য হয়ে উঠেছে বাজার দর। 

রবিবার সকালে বাজার ঘুরে দেখল ZEE 24 Gahnta। বাজারের চড়া দামে নাভিঃশ্বাস উঠেছে আমজনতার। সামান্য মাছ এখন বিলাসিতার খাবার হয়ে দাঁড়িয়েছে। ডাল ভাত খেয়েও যে জীবনযাপন করবে তারও উপায় নেই। ডালের দামও আগুন। 

আরও পড়ুন: ফের বাড়ল দিল্লির লকডাউন, উৎপাদন ও নির্মাণ ব্যবসায় ছাড়

রবিবার কী অবস্থা বাজারের? কোন সবজির কত দাম? মাছের দামই বা কত যাচ্ছে ?     

লেক মার্কেট

ইলিশ = ১৫০০ টাকা, 
পমফ্রেট = ৬০০ -৭০০ টাকা 
পাবদা = ৪০০ টাকা 
পারশে = ৩০০ টাকা
কাটাপোনা = ১৮০ টাকা
চিংড়ি = ৩৫০ থেকে ৪০০ টাকা। 

আরও পড়ুন: লাল টকটক করছে চোখ, জেলের পিছনে দাঁড়িয়ে Mehul Choksi

ভেটকি নেই বাজারে
 
ঝড়ের আগে ৩৫০-৪০০ টাকা কেজি ছিল, এখন ৫৫০-৬০০ টাকা কেজি হওয়ার কথা।  অন্যদিকে নেই তোপসে মাছও।

পমফ্রেট আগে ছিল ৫০০-৫৫০ টাকা। এখন কেজি প্রতি দাম যাচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা।

আরও পড়ুন: UEFA Champions League Final: ১-০ ব্যবধানে Manchester City-কে হারিয়ে দিল Chelsea

লেক মার্কেটে সবজি যাচ্ছে...

পটল = ৪০ টাকা 
ঢ্যাঁড়শ = ৪০ টাকা 
বরবটি = ৫০ টাকা 
ঝিঙে = ৪০ টাকা
বেগুন= ৫০ টাকা. 
চিচিঙ্গা = ৪০ টাকা 
কাঁচকলা = ১৫ টাকা জোড়া 
পেঁপে = ৫০ টাকা

গড়িয়াহাট মার্কেটেও একই ছবি

কাঁচালঙ্কা = ৮০ টাকা কেজি. 
ধনেপাতা = ২০০টাকা কেজি 
ফুলকপি = ১পিস 30 টাকা 
পটল = ৩০ টাকা কেজি 
ঢ্যাঁড়শ = ৩০ টাকা কেজি 
বেগুন = ৪০ টাকা কেজি 
উচ্ছে = ৪০ টাকা কেজি 
ঝিঙে = ৫০ টাকা কেজি 
চিচিঙ্গা = ৩০ -৪০ টাকা কেজি 
চাল কুমড়ো = ৩০ টাকা পিস 
বরবটি = ৫০ টাকা কেজি

আরও পড়ুন: ল্যাবে তৈরি হয়েছে Corona Virus, মিলেছে Fingerprint, দাবি দুই বিজ্ঞানীর

গড়িয়া হাট মার্কেট মাছের দর যাচ্ছে

মৌরলা = ৪০০ থেকে বেড়ে ৫০০ টাকা
পাবদা = ৩৫০ থেকে বেড়ে ৪০০ টাকা 
চিংড়ি = ৩৫০ থেকে ৪০০ টাকা 
বেলে = ৪০০ থেকে বেড়ে ৫০০ টাকা 
ট্যাংরা = ৫৫০ থেকে বেড়ে ৬৫০ টাকা

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.